বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ১১:৩২:৫৫

বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে ঘিরে ফেলেছে অস্ট্রেলিয়ার ভ'য়াব'হ দা'বান'লের ধোঁ'য়া!

বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে ঘিরে ফেলেছে অস্ট্রেলিয়ার ভ'য়াব'হ দা'বান'লের ধোঁ'য়া!

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ভ'য়াব'হ দা'বান'ল কি ভারতীয় উপমহাদেশেরও চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে? দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডলেও কি তা ভরে দিয়েছে ভ'য়ঙ্ক'র বি'ষের কণা- ‘এ'রো'সল্‌স’, প্রচুর পরিমাণে? বাতাসে ভাসমান এই সব ধূলিকণা (এরোসল্‌স) আমাদের শ্বাসের বাতাসকে তো আরও বি'ষিয়ে দেবেই, কারণ হয়ে উঠতে পারে শ্বা'সক'ষ্ট'জনিত নানা ধরনের রোগের বাড়-বৃদ্ধিরও।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ওই ভ'য়াব'হ দা'বান'লের ফলে ভারতীয় উপমহাদেশের (বাংলাদেশ সহ) বায়ুমণ্ডলেরও আরও বিষিয়ে ওঠার আশ'ঙ্কা জো'রালো হয়ে উঠল। পৃথিবীর বায়ুমণ্ডলে যতটা এরোসল্‌স থাকলে তা মোটামুটি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, ভারতীয় উপমহাদেশেও ইতিমধ্যেই তার পরিমাণ ৩ থেকে ৪ গুণ।’

আশ'ঙ্কা'র কারণ নাসা ও আমেরিকার ‘ন্যাশনাল ওশ্‌নিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)’-এর উপগ্রহ ‘সুয়োমি এনপিপি’-র পাঠানো ছবি ও তথ্যাদি। যেখানে দেখা যাচ্ছে, ওই দা'বান'লের ধোঁ'য়া ইতিমধ্যেই গোটা বিশ্ব পরিক্রমা করে ফেলেছে। আর সেই পরিক্রমার পর তা এখন ফিরে গিয়েছে আবার পূর্ব অস্ট্রেলিয়ায়। আর তার জেরে প্রচুর পরিমাণে এরো'সল্‌স জমা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে