বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০১:০৭:৫৩

কাশ্মীর সং'কটের মধ্য পাকিস্তান সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প!

কাশ্মীর সং'কটের মধ্য পাকিস্তান সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সফর আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বিরো'ধের বিষয়টিও প্রাধান্য পাবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) আলোচনার এক ফাঁ'কে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরের বিষয়টি নি'শ্চি'ত করেন। 

কয়েকটি ধারাবাহিক টুইটে পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের নেতাদের মধ্যে তৃতীয় বৈঠককে তিনি ভালো বলে উল্লেখ করেছেন। তিনি যোগ করেন, তাদের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোর’দারের বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিশেষ করে তারা বাণিজ্য ও বিনিয়োগের দিকেও মনোযোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আলোচনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মধ্যে আলোচনা এক ঘণ্টা চলমান ছিল। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ট্রাম্প ও তার পুরো দলের সঙ্গে আলোচনা হয়েছে। ওই বৈঠকে কাশ্মীর ই'স্যু নিয়ে আলোচনা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট কয়েক দশক ধরে চলতে থাকা বিরো'ধ নি'ষ্প'ত্তির বিষয়টি সমা'ধান করার সম্মতি দিয়েছেন।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি ইমরান খান উ'ত্থা'পন করেন। এ সময় ট্রাম্প প্রস্তাব রাখেন জম্মু-কাশ্মীর নিয়ে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরো'ধের বিষয়টি তিনি নি'ষ্প'ত্তি করবেন। এ সময় দুই নেতার আলোচনার মধ্যে আফগানিস্তানের বিষয়টিও প্রাধান্য পায়। এ ছাড়া বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মধ্যপ্রাচ্যের উত্তে'জনার বিষয়টি নিয়ে উদ্বে'গ প্রকাশ করেছেন।

এ দিকে সম্প্রতি জাতিসংঘের নিরা'পত্তা পরিষদে কাশ্মীর ইস্যুটি চীন উ'ত্থা'পন করলে ভেটো প্রয়োগ করে নিরা'পত্তা পরিষদের বাকি চার দেশ আমেরিকা, রাশিয়া, জাপান ও ইংল্যান্ড। ওই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীর ইস্যুটি দিল্লির অভ্য'ন্তরীণ বিষয়। পাকিস্তানের পক্ষ নিয়ে চীন নিরা'পত্তা পরিষদে কাশ্মীর ই'স্যু তোলায় ইসলামাবাদের ক'ড়া সমা'লো'চনা করে দিল্লি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে