বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:০৮:০০

পুলিশ পোস্ট লক্ষ্য করে বো'মা হা'মলা!

পুলিশ পোস্ট লক্ষ্য করে বো'মা হা'মলা!

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যে রাজ্যে বিজেপি, আরএসএসের এক শ্রেণির নেতা-কর্মীর রংবাজি, মস্তা'নি চলছেই। বিশেষত, যে সমস্ত রাজ্যে গেরুয়ার সরকার নেই। এ বার কেরালায় পুলিশ পিকেট পোস্ট লক্ষ্য করে বো'মাবা'জির অ'ভিযোগ উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক স'ঙ্ঘ', আরএসএস-এর এক কর্মীর বিরুদ্ধে। কান্নুরের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কান্নুরের এক পুলিশ কর্তা জানান, এই হা'মলার পিছনে দু'টি কারণ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তাঁদের ধারণা, অ'ভিযু'ক্ত আরএসএস কর্মী পরিকল্পনা করেই বো'মা ছু'ড়েছিল। লক্ষ্য ছিল, আরএসএসেরই পার্টি অফিস। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশ পি'কেটে গিয়ে পড়ে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি বি'দ্রোহী আরএসএস কর্মী নন। তাঁর উদ্দেশ্য ছিল, নিজেদেরই সাংগঠনিক দফতরে বো'মা ছু'ড়ে, সেই হা'মলার দায় সিপিআইএমের উপর চা'পিয়ে দেওয়া।

তবে, পুলিশকে ভ'য় দেখাতে তাদের পোস্ট লক্ষ্য করে আরএসএসের এই বো'মাবা'জি কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি একদম ভোররাতে এই হা'মলা হয়েছিল। ধৃত আরএসএস কর্মীর নাম প্রবেশ কে। বাড়ি কোডাক্কালামে। বুধবার কইম্বাতোর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ম'দ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও ১০টি মামলা ঝুলে রয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে