বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:১২:০৫

ওই মহিলাকে ধ'র্ষকদের সঙ্গে চার দিন জেলে রাখা উচিত: আইনজীবীর একহাত নিলেন কঙ্গনা

ওই মহিলাকে ধ'র্ষকদের সঙ্গে চার দিন জেলে রাখা উচিত: আইনজীবীর একহাত নিলেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক : নির্ভয়া মামলায় নিগৃ'হীতার বাবা-মাকে চার জন ধ'র্ষককে ক্ষ'মা করার আ'র্জি জানিয়ে তো'পের মুখে পড়েছিলেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। এ বার ইন্দিরার বি'রু'দ্ধে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, 'ওই মহিলাকে ওই সব ধ'র্ষকদের সঙ্গে চার দিন জেলে রেখে দেওয়া উচিত। কী রকম মহিলা উনি যে নাকি ধ'র্ষকদের প্রতি সমব্য'থী? ওর মতো মহিলারাই রাক্ষসের জন্ম দেন।'

এখানেই থামেননি ক'ঙ্গনা। তার বক্তব্য, 'আমার মনে হয় না ধ'র্ষ'কদের এ ভাবে চুপ'চাপ মা'রা উচিত। এ ভাবে মে'রে ফেলে কোনও ফা'য়দা নেই। ধ'র্ষকদের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তার উপর ঝোলানো উচিত।' শুক্রবার সানিয়া গাঁন্ধীর স্বামীর (রাজীব গাঁন্ধী) খু'নিকে ক্ষ'মা করে দেওয়ার প্রসঙ্গ তুলে ইন্দিরা টুইটারে নির্ভয়ার মাকে বলেছিলেন, ''আমরা আপনার ক'ষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সানিয়া গাঁন্ধী যেমন রাজীব গাঁন্ধীর আত'তায়ী নলিনীকে ক্ষ'মা করেছিলেন, সেই রকম নির্ভয়ার মায়েরও উচিত ধ'র্ষ'কদের ক্ষমা করে দেওয়া।''

এর প্রেক্ষিতে আশা দেবী সংবাদমাধ্যমের সামনেই কা'ন্নায় ভেঙে পড়ে বলেছিলেন, ''কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধ'র্ষ'কদের ফাঁ'সি চাইছে, তখন বুঝতে পারছি, ওর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধ'র্ষি'তারা এ দেশে যথাযথ বিচার পান না।''

নির্ভয়ার মা এও জানান, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কা'টাচ্ছেন তিনি, তা এক বারও জানতে চাননি ইন্দিরা। তার কথায়, ''ধ'র্ষকদের পক্ষ নিয়েই ওদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধ'র্ষণের ঘটনা ভারতে ব'ন্ধ হয় না।'' এ বার নির্ভয়ার মায়ের সুরেই ইন্দিরার বি'রু'দ্ধে তো'প দা'গলেন কঙ্গনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে