বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫:০৬

রোহিঙ্গা গ'ণহ'ত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ে চ'রম অস্ব'স্তিতে মিয়ানমার

রোহিঙ্গা গ'ণহ'ত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ে চ'রম অস্ব'স্তিতে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: ত'থ্য প্র'মাণের ভি'ত্তিতে মায়ানমারের রোহিঙ্গা গ'ণহ'ত্যা হয়েছে, সেটা মে'নে নিল আন্তর্জাতিক আদালত। জু'রি বে'ঞ্চ বলেছে, রোহিঙ্গাদের উপর হা'ম'লা ও নি'র্যা'তন রু'খতে অবি'লম্বে ব্যব'স্থা নিতে হবে মিয়ানমার সরকার। আন্তর্জাতিক আদালতে এই রায় দেশছা'ড়া রোহিঙ্গা যেমন স্ব'স্তি'তে, তেমনই চ'র'ম অ'স্ব'স্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চি ও মায়ানমার সরকার।

রায়ে বলা রয়েছে, সং'ঘ'র্ষ কব'লিত রাখাইন প্রদেশের এলাকার কোনও সা'ক্ষ্যপ্রমা'ণ ন'ষ্ট করা যাবে না। রোহিঙ্গাদের নি'র্বি'চারে খু'ন ও ধ'র্ষ'ণ হচ্ছে, এই মর্মে আবে'দন করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া। সেই মামলার রায়ে এই আদেশ দিয়েছে আইসিজে। রায়ে বলা হয়েছে, এখনও রাখাইন প্রদেশে এখন যে রোহিঙ্গারা আছেন, তাদেরকে সুর'ক্ষা দিতে হবে। রয়টার্স ও বিবিসি জানাচ্ছে এই খবর। 

যদিও সু চি সরকার রেহিঙ্গাদের গ'ণহ'ত্যার বিষয় মা'নতে না'রাজ। কিন্তু পা'লিয়ে বাংলাদেশে আ'শ্র'য় নেওয়া ১০ লাখের ওপর রোহিঙ্গার দা'বি, বর্মী সেনা গ'ণহ'ত্যা ও গ'ণধ'র্ষণে জ'ড়িত। গাম্বিয়া সরকারের অভি'যোগ, ২০১৭ সালের অগস্ট মাসে মায়ানমারের রাখাইন প্রদেশের (পূর্বতন আরাকান) রোহিঙ্গাদের উপর পূর্বপ'রি'ক'ল্পিত হা'ম'লা চা'লায় সেদেশের সেনা। বর্মী সেনা এই গ'ণহ'ত্যা ও গ'ণধ'র্ষণে জ'ড়িত।

যদিও মায়ানমার সরকারের দাবি, রোহিঙ্গা স'শ'স্ত্র বা'হিনী 'আর'সা' প্রথমে বর্মী পুলিশ চৌ'কি ও সেনার উপর হা'ম'লা চা'লিয়েছিল। তাদের রু'খতে রাখাইন প্রদেশে সেনা অ'ভিযা'ন চা'লানো হয়। এদিকে বর্মী সেনার অভি'যান শুরু হতেই বাংলাদেশ সীমা'ন্তব'র্তী রাখাইন থেকে লাখে লাখে রোহিঙ্গা ঢু'কতে শুরু করে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফে। বাংলাদেশ সরকার তাদের জন্য শর'ণা'র্থী শি'বির চালালেও অবি'লম্বে মায়ানমারে তাদের ফের'ত পাঠাতে চায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে