আন্তর্জাতিক ডেস্ক : পুরানো জেরুজালেমের একটি গির্জায় প্রবেশের সময় ইসরাইলি নিরা'পত্তা বাহিনীকে ধ'মক দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইহুদিবা'দী সৈন্যদের আচরণে ক্ষি'প্ত হয়ে 'বেরিয়ে যাও' বলে ধ'মক দেন তিনি। বুধবার জেরুজালেমের সেইন্ট অ্যান চার্চে ফরাসী প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের প্রবেশের সময় এ ঘটনা ঘটেছে।
ফরাসী গণমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাক্রোঁ ও তার প্রতিনিধিরা গির্জাটিতে প্রবেশের সময় ইসরাইলি পুলিশ ও স্থানীয় নিরা'পত্তা র'ক্ষীরা সফরকারীদের অ'গ্রবর্তী দলকে ধা'ক্কা দিয়ে সরিয়ে নিজেরাই গির্জায় আগে প্রবেশের চেষ্টা করে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষে'পে যান।
ইসরাইলি নিরাপত্তা র'ক্ষীদের উদ্দেশ্যে উত্তে'জিত ম্যাক্রোঁ বলেন, 'সবাই নিয়মগুলো জানে। আমার সামনে আপনারা যা করেছেন, তা আমি পছন্দ করিনি।' এরপর ফরাসী প্রেসিডেন্ট আরও উত্তে'জিত হয়ে বলেন, 'বেরিয়ে যাও... বের হও।' ভিডিওতে ক্ষি'প্ত ফরাসী প্রেসিডেন্টকে এমনটাই বলতে শোনা গেছে।
ইসরাইলি কর্মকর্তাদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেছেন, শতকের পর শতক যে নিয়ম চলছে, আমার বেলায় তার ব্যতিক্রম হবে না বলে দিচ্ছি। ঠিক আছে? সুতরাং সবাই, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন। পরে এ ঘটনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। তিনি বলেন, সাময়িক উত্তে'জনা দেখা দিয়েছিল, আমি সেটি ঠিক করার চেষ্টা করেছি।