শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫৯:২৫

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ইরানের উচিত তাদের জনগণ নিয়ে চি'ন্তি'ত হওয়া এবং বিশ্বব্যাপী স'ন্ত্রা'সী পৃষ্ঠপোষকা ব'ন্ধ করা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরাক, ইয়েমেন এবং লেবাননের মতো দেশগুলোতে তেহরানের নেতাদের হ'স্তক্ষে'প উত্তে'জনা বাড়িয়ে তুলছে। ওই অঞ্চলে অশান্তির জন্য ইরানকে দায়ী করেন আদিল জোবায়ের।

বৃহস্পতিবার দাভোসে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সবার উদ্দেশে আদিল আল জুবায়ের বলেন, ইরানি হস্তক্ষেপ এই অঞ্চলে ব্যা'পক অ'জন'প্রিয়। অবশ্যই তাদের এটা ব'ন্ধ করা উচিত। উদাহরণ হিসেবে তিনি ইরাক ও লেবাননে শিয়া বিক্ষো'ভের কথা উল্লেখ করেন। আমরা উত্তে'জনা চাই না এবং আমরা আরামকোতে হা'মলার বিষয়ে ত'দ'ন্ত চালিয়ে যাচ্ছি। গত বছরে সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হা'ম'লার ঘটনায় বিশ্বাস করা হয় এটি ইরান করেছিল।

জুবায়ের বলেন, ১৯৭৯ সাল থেকেই ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল সৌদি আরব। কিন্তু ধ্বং'স ও মৃ'ত্যু ছাড়া কিছুই পাইনি। ইরান সরকার অভ্য'ন্তরীণ বিষয়ে হ'স্তক্ষে'প নীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করে জুবায়ের বলেন, ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বা'ধ্য হয়; তাই দেশটির বি'রু'দ্ধে চা'প প্রয়োগ অব্যাহ'ত রাখতে হবে।

ইরান, ইরাক ও লেবাননের নজি'রবি'হী'ন বিক্ষো'ভের কথা উল্লেখ করে তিনি বলেন, অভ্য'ন্তরীণ ও আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণ হা'রি'য়েছে ইরান সরকার। বর্তমানে ইরান আ'ত্মর'ক্ষামূলক কৌশলের মধ্যে রয়েছে। নিজ দেশে তারা বিক্ষো'ভের মুখোমুখি। ইরানের প্রভা'বের বি'রু'দ্ধে ইরাকে শিয়া বি'ক্ষো'ভ হচ্ছে। আর লেবাননেও হিজবুল্লাহবি'রো'ধী বি'ক্ষো'ভ চলছে বলে দাবি করেন সৌদি আরবের এই মন্ত্রী।

আর ইয়েমেনের যু'দ্ধের ইতি টানতে রাজনৈতিক সমাধানের দিকে সৌদি আরবের ন'জ'র বলে জানান জুবায়ের। তিনি বলেন, উত্তে'জনা কমাতে আমরা কাজ করছি। সৌদি আরবের বি'রু'দ্ধে হু'তিরা ক্ষে'পণা'স্ত্র হা'মলা কমিয়ে দিয়েছে। ইয়েমেনে সাম'রিক অ'ভিযা'ন উল্লেখযোগ্যভাবে হ্রা'স করা হয়েছে। যেটা ৮০ শতাংশের মতো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে