শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৩৬:২৩

সোলাইমানি হ'ত্যাকান্ড নিয়ে এবার মুখো'মুখি ইরান-কুয়েত

সোলাইমানি হ'ত্যাকান্ড নিয়ে এবার মুখো'মুখি ইরান-কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাষ্ট্রদূতকে শুক্রবার তলব করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন ড্রোন হা'ম'লায় আল-কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হ'ত্যার ঘটনায় ইরানের এক শীর্ষ কর্মকর্তা কুয়েতকে জড়ানোয় এমন মুখো'মুখি অবস্থানের ঘটনা ঘটেছে।

কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জানুয়ারির ওই হা'মলায় কুয়েতের একটি বিমান ঘাঁ'টি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ওই ইরানি কর্মকর্তা। এতে প্রচ'ণ্ড বি'স্মী'ত হওয়ার কথা জানিয়েছেন কুয়েতের উপপরাষ্ট্র মন্ত্রী খালেদ আল-জারাল্লাহ।

ইরানের বি'প্ল'বী গার্ডসের এয়ারো'স্পেস কমা'ন্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদেহ কুয়েতকে জড়িয়ে ওই বক্তব্য দিয়েছেন বলে খবরে দাবি করা হয়েছে। হাজিজাদেহ বলেন, হা'মলার সময় যে এমকিউ-৯ ইউএভিএস ড্রো'ন উড়ে এসেছে, অধিকাংশ সময়ই তা কুয়েতের আলী আল-সালেম ঘাঁ'টি থেকে উড্ডয়ন করে।

ইরানি রাষ্ট্রদূতকে জারাল্লাহ বলেন, বাগদাদের ওই প্রা'ণঘা'তি হা'মলায় যে কোনো ভূমিকার কথা আগেই অ'স্বী'কার করেছে কুয়েত। কাজেই বি'প্ল'বী গার্ডসের এ ধরনের দাবিতে দুই দেশের সম্পর্ক ক্ষ'তিগ্র'স্ত হওয়ার ঝুঁ'কি রয়েছে। উল্লেখ্য, কুয়েতের আলী আল-সালেম ঘাঁ'টিটি ব্যবহার করে মার্কিন সেনারা। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে