শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৪৫:০৬

সেনাদের যু'দ্ধাপরা'ধের বিচার করতে আরও সময় প্রয়োজন : সুর নরম অংসান সুচির

সেনাদের যু'দ্ধাপরা'ধের বিচার করতে আরও সময় প্রয়োজন : সুর নরম অংসান সুচির

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি বলেছেন, সং'ঘা'ত কব'লিত রাখাইন রাজ্যে যু'দ্ধাপরা'ধের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতে মিয়ানমারের আরও সময় প্রয়োজন। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে এ দাবি করেছেন তিনি। 

ওই দিনেই (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুর'ক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দে'শ দেয়া হয়। সুচি লিখেছেন, মিয়ানমারের বিচার ব্যবস্থাকে নিজস্ব গতিতে পরিচালিত হওয়ার জন্য যথেষ্ট সময় দিলেই কেবল রাখাইনের অপ'রাধের ন্যায় বিচার নিশ্চিত সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি মিয়ানমারের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। 

একই সঙ্গে তিনি বলেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অ'ভিযা'নে সরকারি সেনাদের যু'দ্ধাপরা'ধের বিচার মিয়ানমারের সামরিক বিচার ব্যবস্থার মাধ্যমে করা হবে। তবে শান্তিতে নোবেল জয়ী সুচি স্বী'কার করেছেন, বিশ্বের যে কোনো সেনাবাহিনীর মতো মিয়ানমার সেনাবাহিনীও ''নিজেদের সেনা সদস্যদের জবা'বদি'হিতা নি'শ্চি'ত করায় তাদের আগ্রহ'' পাওয়া কঠিন। মিয়ানমারের বি'রু'দ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অভিযোগ বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের সাক্ষ্যের ভিত্তিতে বলে অভিযোগ করেন সুচি। 

যা সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের মতে অতির'ঞ্জিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুচি আহ্বান জানিয়েছেন অ'প্রমা'ণিত বক্তব্যে আস্থা স্থাপন না করার জন্য। তিনি বলেন, নিপী'ড়িতদের কথা অবশ্যই শুনতে হবে এবং যেনও সব সময় আমাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে সত্যের অনুসন্ধানে ফ্যা'ক্ট-ফাই'ন্ডারদের স'ত'র্ক থাকা গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার আন্তর্জাতিক আইসিজে তাদের প'র্যবে'ক্ষণে জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গারা গণহ'ত্যার হু'ম'কির মধ্যে রয়েছে।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রাখাইনে সম্ভাব্য গণহ'ত্যার যে আলামত পেয়েছে, তা প'র্যালো'চনা করে আইসিজে এই প'র্যবে'ক্ষণ দিয়েছেন। অন্ত'র্ব'র্তী আদেশে আরও বলা হয়, রোহিঙ্গাদের অ'স্তি'ত্বের সুর'ক্ষা নিশ্চিতে কোনও প্রস্তাব দেয়নি মিয়ানমার। তাদের অবশ্যই জেনোসাইড কনভেনশন মেনে চলতে হবে এবং ভবিষ্যতে এমন হ'ত্যাকা'ণ্ড যেন না হয় সেটা নি'শ্চি'ত করতে পদক্ষেপ নিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে