শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৩:৩১:২১

আন্তর্জাতিক আদালতের আদেশ লঙ্ঘন করে মিয়ানমারে ফের রোহিঙ্গা হ'ত্যা

আন্তর্জাতিক আদালতের আদেশ লঙ্ঘন করে মিয়ানমারে ফের রোহিঙ্গা হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা গ'ণহ'ত্যার দায়ে গাম্বিয়ার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার মিয়ানমারের বিরু'দ্ধে চারটি অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এতে রোহিঙ্গা হ'ত্যা ব'ন্ধের কড়া নির্দেশ থাকলেও মাত্র দু’দিনের মাথায় তা অমান্য করেছে মিয়ানমার।

শনিবার কোনো ধরনের সংঘা'ত বা উ'স'কানি ছাড়াই নিরীহ গ্রামবাসীর ওপর কামান হা'মলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে দুই নারী নি'হ'ত এবং অন্তত সাতজন আহ'ত হয়েছেন। নিহ'তদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ছিলেন। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর রাখাইনের বুথিডং এলাকার সংসদ সদস্য মং কিয়াউ জান জানান, মধ্যরাতে কিন টং গ্রামে কোনও ধরনের ল'ড়াই ছাড়াই পার্শ্ববর্তী ব্যাটালিয়ন থেকে আচমকা কামান হা'মলা চা'লানো হয়। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গাদের হ'ত্যা করা হলো।

সো তুন ও নামে এক রোহিঙ্গা জানান, হামলায় দু’টি বাড়ি সম্পূর্ণ ধ্বং'স হয়েছে। তিনি বলেন, সেনারা সব সময় ভারী অস্ত্র' দিয়ে গু'লি করে… এলাকায় যাকে স'ন্দেহ হয় তাকেই গু'লি করে। আমরা আত'ঙ্কে থাকলেও এই এলাকা ছেড়ে অন্যত্র চলে ছেড়ে যাওয়া একেবারে অসম্ভব।

শনিবারের ওই হাম'লার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরু'দ্ধে সামরিক অ'ভিযা'ন শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের ব্যাপক জ্বা'লাও-পো'ড়াও, খু'ন, ধ'র্ষ'ণের মুখে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি মুসলিম পা'লিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে এখনও আরও কয়েক লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।

তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, শিক্ষা-চিকিৎসা সেবা থেকেও বঞ্চি'ত হচ্ছে। চলতি বছরের শুরুতেই বি'দ্রো'হীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘ'র্ষ চলাকালে বি'স্ফো'রণে চার শিশু প্রাণ হারায়। মিয়ানমা সামরিক বাহিনী এই অভি'যান গণহ'ত্যা'র অ'ভিপ্রা'য়ে পরিচালনা করছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বি'রু'দ্ধে রোহিঙ্গা গ'ণহ'ত্যার অ'ভি'যোগ এনে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে