আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘা'তী করোনো'ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে ডা. লিয়াং উদং নামের এক চীনা চিকিৎসক প্রা'ণ হা'রিয়েছেন। শনিবার সকালে ওই চিকিৎসক মা'রা গেছেন। ৬২ বছর বয়সী এই চিকিৎসক চীনের হুবেই প্রদেশের হুবেই সিনহুয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন। দেশটির সংবাদমাধ্যম চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।
বিশ্বজুড়ে ক'রোনাভাই'রা'স আ'ক্রা'ন্তের সংখ্যা এক হাজার তিনশ ছাড়িয়েছে। এদিকে, এই ভাইরাসে সংক্র'মণে চীনে মৃ'তের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁ'ড়িয়েছে। এর আগে এই ভাই'রা'সে ২৬ জনের মৃ'ত্যুর খবর জানানো হয়েছিল।
জানা গেছে, চীনে ক'রোনাভাইরা'সে মৃ'তদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গতকাল শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে আ'ক্রা'ন্তের সংখ্যা সাতশ ৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আরো ১৫ জনের মৃ'ত্যু'র খবর নিশ্চিত করেছে। তার মধ্যে চারজনের মৃ'ত্যু হয় শনিবার সকালে।
এই ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। এরই মধ্যে রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছ'ড়িয়ে পড়েছে ক'রোনাভাই'রাস। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আ'ক্রা'ন্ত রোগীর সন্ধান মিলেছে। সূত্র: রয়টার্স