শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০১:১০

আহ'ত হাজার হাজার মানুষ, নিহ'তের সংখ্যা বেড়ে ২২

 আহ'ত হাজার হাজার মানুষ, নিহ'তের সংখ্যা বেড়ে ২২

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিক'ম্পে নিহ'তের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহ'ত হয়েছে হাজার হাজার মানুষ। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

ছয় দশমিক আট মাত্রার ভূমিক'ম্পটির কেন্দ্র ছিল এলাজিগ প্রদেশের সিভরিস শহরে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫৫মিনিটে ভূমিক'ম্প'টি আ'ঘা'ত হানে। ভূ'ম্পিক'ম্পের কারণে ভবন ধ'সে পড়ে, যার কারণে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয় স্থানীয় বাসিন্দারা। ক'ম্পন অনুভূ'ত হয়েছে পার্শ্ববর্তী সিরিয়া, লেবানন এবং ইরানেও।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিক'ম্পের পর প্রায় ৬০টি আফটারশক বা ভূক'ম্পন অনুভূত হয়েছে। দুর্গ'ত এলাকায় চারশর বেশি উদ্ধা'রকারী দল পাঠানো হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য উদ্ধা'রকারী দলের সঙ্গে তাবু ও বিছানা পাঠানো হয়েছে। আবার ভূমিক'ম্প আ'ঘা'ত হা'নতে পারে এই ভ'য়ে প্রচণ্ড শীতের মধ্যেও লোকজন ঘরে ফিরে যেতে ভ'য় পাচ্ছেন।

ভূমিক'ম্পটি যে এলাকায় আ'ঘা'ত হে'নেছে তা রাজধানী আঙ্কারা থেকে সাড়ে পাঁচশ কিলোমিটার পূর্বে অবস্থিত দুর্গম এবং জনবিরল এলাকা হওয়ার কারণে প্রাণহা'নি ও ক্ষ'য়ক্ষ'তির খবর আসতে সময় লাগতে পারে। ওই এলাকায় রাতের তাপমাত্রা নিয়মিতভাবে শূন্য ডিগ্রির নিচে নামায় সেখানে বিছানা, তাঁবু এবং কম্বল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে