আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ মাসের বন্দিদশায় অনেকটা বদলে গিয়েছে কাশ্মীরের বেশ কিছু রাজনৈতিক নেতার জীবন। কিন্তু, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার হাল দেখে চমকে উঠছেন সবাই। বেশিরভাগ পরিচিত মানুষরা প্রথম দেখাতে তাকে চিনতেও পারছেন না। এই কথা স্বীকার করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। ওমরের এই অবস্থা দেখে আন্তরিকভাবে খুব কষ্ট পেয়েছেন তিনি।
শনিবার ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাই'রাল হয়। তাতে দেখা যায়, চারিদিকে বরফ জমে আছে আর তার মাঝে মাথায় টুপি ও গায়ে একটি নীল জ্যাকেট পড়ে দাঁড়িয়ে আছেন ওমর। আর তার মুখ ভরতি কাঁচা-পাকা দাড়ি। ফারুক আবদুল্লার যে ছেলেকে সবসময় ক্লিনশেভড ও গ্ল্যামারাস লুকে দেখা যেত। তাই তার এই অবস্থা দেখে প্রথমে চিনতেই পারেননি কেউ। পরে ভাল করে লক্ষ্য করতেই অবশ্য দীর্ঘদিন ধরে গৃহব'ন্দি থাকা ওমরের মুখটি পরিষ্কার বোঝা যায়।
আজ বিকেলে সাড়ে পাঁচটার সময় এই ছবিটি পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করেন, 'এই ছবিটি দেখে ওমরকে চিনতেই পারেনি আমি। খুব খারাপ লাগছে আমার। দুর্ভা'গ্যব'শত আমাদের গণতান্ত্রিক দেশে এখন এই ধরনের ঘটনা ঘটছে। কখন যে এর শেষ হবে?'
দেশবাসী ও ওমর আবদুল্লার পরিচিত এই ছবি দেখে আঁ'তকে উঠলেও। তার এই অবস্থার জন্য সরকারকে দায়ী করলেও উলটো সুর স্থানীয় প্রশাসনের গলায়। তাদের দাবি, ১৭৩ দিন আগে গৃহব'ন্দি হওয়ার পর থেকেই দাড়ি কাটা ছেড়ে দিয়েছেন ওমর। ব'ন্দিদ'শা না ঘুচলে দাড়ি কাটবেন না বলে শপথ নিয়েছেন। এর জন্য সরকারকে কোনওভাবেই দায়ী করা যায় না। সূত্র : সংবাদ প্রতিদিন