শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৬:২৬

বোরকা নিষি'দ্ধ করল বিহারের জেডি উইমেনস কলেজ!

 বোরকা নিষি'দ্ধ করল বিহারের জেডি উইমেনস কলেজ!

আন্তর্জাতিক ডেস্ক: বোরকা নিষি'দ্ধ করল বিহারের জেডি উইমেনস কলেজ! কলেজে আসতে হলে মানতে হবে ড্রেস কোড। বোরকা পরে আসা চলবে না। চলতি সপ্তাহের শুরুতে এমনই নোটিস জারি করেছে ভারতের বিহারের পটনার জেডি উইমেনস কলেজ। তবে ড্রেস কোডে ছাড় দেওয়া হয়েছে শনিবার। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ওই নোটিশ দেওয়া হয়। তাতে বলা হয়েছে, আমরা ছাত্রীদের জানাচ্ছি, কর্তৃপক্ষের নির্ধারিত ড্রেস কোড মেনেই কলেজ চত্বরে ঢুকতে হবে। ব্যতিক্রম কেবলমাত্র শনিবার। কলেজ চত্বরে ও ক্লাসরুমে বোরকা পরে আসা নিষি'দ্ধ। কেউ নিয়ম ভাঙ'লে জ'রিমা'না দিতে হবে আড়াইশ রুপি। 

কলেজের প্রিন্সিপাল শ্যামা রায় বলেন, 'বোরকা শব্দটা ব্যবহার না করলেই হতো।' আরজেডি-র বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ 'তালিবানি' আচরণ করছে। অবিলম্বে ওই নোটিশ প্রত্যাহার করতে হবে। আরজেডি-র বিধায়ক ভাই বীরেন্দর বলেন, আপ'ত্তিক'র পোশাকের ওপর নিশ্চয় নিষে'ধা'জ্ঞা থাকা উচিত। কিন্তু কুর্তা-পায়জামা অথবা বোরকায় নিষে'ধা'জ্ঞা জারি করা অনুচিত। কলেজ কর্তৃপক্ষ তালিবানি নিষেধা'জ্ঞা জারি করেছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে