আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে নিজের অংশগ্রহণকে 'সবচেয়ে সস্তায় সরকারি সফর' আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলেন, তার সফরে স্পনসর করেছেন তার বন্ধু এবং ব্যবসায়ী ইকরাম শেঘাল ও ইমরান চৌধুরী। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে এক অনুষ্ঠানে তিনি বলেন, তার এই সফরে আগের যেকোনো নেতার চেয়ে দশগুণ কম খরচ হয়েছে।
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তার ওই সফরে এক লাখ ৬০ হাজার ডলার খরচ হয়েছে। এর আগে একই সফরে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির খরচ হয়েছিল ১৪ লাখ ডলার। যেখানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের খরচ ছিল ১৩ লাখ ডলার। আর শহীদ কাখান আব্বাসির খরচ ছিল আট লাখ ডলার।
এসময় সাবেক সামরিক কর্মকর্তা ইকরাম শেঘালকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা। দেশটিতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর খরচ বহন করেছে একজন নাগরিক বা ব্যবসায়ী। ইমরান খান বলেন, এর আগে মন্ত্রীদের ভোজ উৎসবে যেতে তিনি বাধা দিয়েছেন। যখনই তারা কোথাও যাওয়ার ইচ্ছার কথা বলেন, তখন সেই সফর দেশের জন্য ফলপ্রসূ কিছু বলে প্রমাণ না করার আগ পর্যন্ত তাতে আমি সায় দিই না। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন