রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১২:২৯:৩৯

২৫ বছরে ২৫ হাজার বেওয়ারিশ দেহ দাফন, ভারতের রাষ্ট্রীয় সন্মান পাচ্ছেন 'চাচা' শরিফ

২৫ বছরে ২৫ হাজার বেওয়ারিশ দেহ দাফন, ভারতের রাষ্ট্রীয় সন্মান পাচ্ছেন 'চাচা' শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদের চাচা শরিফকে এক কথায় চেনেন সকলে। বয়স আশির কোঠায়। এখনও টানটান শরীর। মুখে হাসি যেন লেগেই আছে। আসল নাম মোহাম্মদ শরিফ, তবে ফৈজাবাদ ও আশপাশের এলাকার লোকজনের কাছে তিনি অতি আপন 'চাচা।' রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার আত্মীয়। কেন এত আপন হলেন চাচা! ফৈজাবাদে কান পাতলেই শোনা যাবে চাচা শরিফের আশ্চর্য কাহিনি। মৃ'তদেহ দাফন করেন চাচা। 

না, তিনি পেশায় ডোম নন। মৃ'তদেহ বহন করাও তার কাজ নয়। পেশাও নয়, নেশাও নয়, মানবিকতার টান। অচেনা, অজানা মানুষের মৃ'তদেহের প্রতি কি একটা কর্তব্যের টানে জড়িয়ে পড়েন চাচা শরিফ। বেওয়ারিশ দেহ, ক্ষ'তবিক্ষ'ত লাশ, যার দাবিদার কেউ নয়, সেই দেহই পরম মমতায় দাফন করে চলেছেন চাচা শরিফ। টানা ২৫ বছর ধরে কম করেও ২৫ হাজার মৃ'তদেহের দাফন করেছেন চাচা। ফৈজাবাদে সাইকেল সারানোর ছোটখাটো দোকান আছে চাচার। এটাই তার পেশা, রুজি-রুটি। অভাবের সংসার। তাতে সমাজের প্রতি তার দায়বদ্ধতা কমেনি। 

কিসের দায়, কিসের কর্তব্য তার সঠিক জবাব বোধহয় চাচার কাছেও নেই। শুধু মানুষের প্রতি মানুষের যে স্বাভাবিক কর্তব্যটুকু থেকে যায় তাকেই আঁকড়ে ধরে পথ চলছেন ফৈজাবাদের চাচা শরিফ। যে প্রাণ নিভে গেছে, তাকে তার অন্তিম পরিণতিতে পৌঁছে দেওয়ার দায়িত্বই তুলে নিয়েছেন নিজের কাঁধে। ফৈজাবাদের মানুষজনের কাছে তার পরিচয় সমাজ-সেবী। কিন্তু নিজের কাছে তিনি শুধুই একজন 'কমন ম্যান', যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন সমাজ শুধু স্বার্থের জালে জড়ানো নয়, মানবিকতার আশাটুকু এখনও জাজ্জ্বল্যমান। 

পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়। ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে, পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরেই। ফৈজাবাদের চাচা শরিফকে মূলত সমাজসেবা ক্যাটাগরিতে এবছর পদ্মশ্রী সন্মানের ভূষিত করছে ভারত সরকার। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে