সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ১১:১৩:০২

আজ শহীদ হাফেজ তিতুমীরের জন্ম'দিন

আজ শহীদ হাফেজ তিতুমীরের জন্ম'দিন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশবিরো'ধী বিপ্ল'বী নেতা তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।। ১৭৮২ সালে আজকের এ দিনে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার হায়দারপুর গ্রামে জ'ন্মগ্রহণ করেন মহাবীর তিতুমীর। আজ তার ২২৭ তম জন্ম'দিন।

এদিকে তিতুমীর ১৮২২ সালে হজ'ব্রত পালনের জন্য মক্কা শরীফ যান এবং সেখানে তিনি বিখ্যাত ইসলামি ধর্মসং'স্কারক ও বিপ্ল'বী নেতা সাইয়িদ আহমদ বেরেলীর সা'ন্নি'ধ্য লাভ করেন। সাইয়িদ আহমদ তাকে বাংলার মুসলমানদের অনৈ'সলামিক রী'তিনী'তির অনুশীলন এবং বিদেশি শ'ক্তির পরা'ধী'নতা থেকে মু'ক্ত করার কাজে উ'দ্বু'দ্ধ করেন।

এরপর ১৮২৭ সালে তিতুমীর নিজ গ্রামের দরিদ্র কৃষকদের নিয়ে জমিদার ও ব্রিটিশ নী'লকরদের বিরু'দ্ধে আ'ন্দো'লন শুরু করেন। ব্রিটিশদের বি''রুদ্ধে যে ক’জন বাঙালি বি'প্লবী সা'ড়া জা'গিয়েছিলেন তাদের মধ্যে শহীদ তিতুমীরের অবস্থান সামনের কাতা'রে।

সম'রশ'ক্তি ছাড়া শুধুমাত্র মানসিক প'রাক্র'ম দ্বারা অ'ন্যা'য়ের বি'রু'দ্ধে তার সাহ'সিকতার স্ফু'লি'ঙ্গ তাকে নিয়ে গেছে অনন্য এক উ'চ্চতায়। নিজের জীবনের বিনিময়েও অন্যায়ের সঙ্গে আ'পো'ষ করেননি কখনো। ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু অত্যা'চার করেননি অন্য কোনো ধর্মীয় গো'ষ্ঠী'কে।

তাছাড়া বারাসতের নারিকেলবাড়িয়া গ্রামে ১৮৩১ সালের ২৩ অক্টোবর তিনি বাঁ'শের কে'ল্লা তৈরি করে চব্বিশপরগনা, নদীয়া ও ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের স্বাধীন'তা ঘো'ষণা করেন। জমিদার ও ব্রিটিশ বাহি'নী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরা'জিত হয়। বারাসতের বি'দ্রো'হে প্রায় ৮৩ হাজার কৃষকসেনা তিতুমীরের পক্ষে যু'দ্ধ করেন।

এরপর ১৮৩১ সালের ১৩ নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘি'রে ফে'লে। এ সময়ে তিতুমীর স্বাধীনতা ঘোষণায় বলেন, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কে'ল্লা আ'ক্র'মণ করবে। ল'ড়া'ইতে হা'রজিত আছেই, এতে আমাদের ভ'য় পেলে চলবে না। দেশের জন্য শহী'দ হওয়ার মর্যা'দা অনেক। এ ল'ড়াই শেষ ল'ড়াই নয়। আমাদের ল'ড়াইয়ের প্রের'ণায় এ দেশের মানুষ একদিন দেশ উ'দ্ধা'র করবে।

এ সময় কয়েকদিন র'ক্তক্ষ'য়ি যু'দ্ধে'র পর ১৯ নভেম্বরে বহুসংখ্যক অ'নুসা'রিসহ তিতুমীর শহী'দ হন। অধিনায়ক গোলাম মাসুমসহ ৩৫০ জন বিপ্ল'বী সৈনিক ইংরেজদের হাতে ব'ন্দি হন। গোলাম মাসুম মৃ'ত্যুদ'ন্ডে দ'ণ্ডি'ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে