শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮:০২

'প্রকৃত দেশপ্রেমী', জামিয়ায় হা'মলাকারী 'রামভক্ত' গোপালকে পুরস্কৃত করবে হিন্দু মহাসভা

'প্রকৃত দেশপ্রেমী', জামিয়ায় হা'মলাকারী 'রামভক্ত' গোপালকে পুরস্কৃত করবে হিন্দু মহাসভা

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হা'মলাকারী 'রামভক্ত' গোপালকে পুরস্কৃত করবে হিন্দু মহাসভা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হা'মলাকারী নাবালককে 'সত্যিকারের দেশপ্রেমী' বলে মনে করছে তারা। গান্ধী হ'ত্যাকারী নাথুরাম গডসের সঙ্গেও তারা তুলনা করেছে উ'গ্র হিন্দু'ত্বাবা'দী সংগঠনটি। 

একই সঙ্গে তারা ঘোষণা করেছে, ওই হা'মলাকারী নাবালকের সমস্ত আইনি খরচ জোগাবে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার তরফে সংগঠনের মুখপাত্র অশোক পাণ্ডে বলছেন, 'গোপাল একটা প্রকৃত দেশপ্রমী। ঠিক নাথুরাম গডসের মতো। আমরা ওকে নিয়ে গর্বিত। গোপাল দেশ বিরো'ধীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে।'

পাণ্ডের দাবি, যারা দেশবিরো'ধী, তাদের শা'স্তি দিতে অ'স্ত্র হাতে তুলে নেওয়াই যায়। তাছাড়া সংবিধান অনুযায়ীও শীতল ম'স্তি'ষ্কের খু'ন, আর আবেগের বশবর্তী হয়ে খু'নের মধ্যে ফা'রাক আছে। অশোক পাণ্ডে বলছেন, 'শারজিল ইমাম, বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কিংবা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জামিয়ার ক্যাম্পাসে যারা দেশবিরো'ধী কার্যকলাপ চালায়, তাদের এভাবেই শা'স্তি দেওয়া উচিত। ওরা গু'লি খেয়ে ম'রারই যোগ্য।' 

সেই সঙ্গে হিন্দু মহাসভার ওই নেতা জানিয়ে দিয়েছেন, অভি'যুক্ত নাবালককে রেহাই দেওয়ার জন্য, সমস্তরকম আইনি সহায়তা করবে তাদের সংগঠন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় পুলিশের সামনেই সিএএ বিরো'ধী পড়ুয়াদের উপর ব'ন্দুক হাতে হা'মলা চালায় এক নাবালক। ফেসবুকে নিজেকে রামভক্ত পরিচয় দেওয়া ওই অ'ভিযু'ক্তের কা'ণ্ডে রীতিমতো চমকৃত সোশ্যাল মিডিয়া।

অথচ, তাকেই সমর্থন করছে হিন্দু মহাসভা। এদিকে, এই হা'মলার জন্য পরোক্ষে বিজেপিকেই দা'য়ী করছে বিরো'ধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন, ওই হা'মলাকারীকে টাকা কে দিল? আরেক কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য, বিজেপি নেতাদের উস'কানিমূলক ভাষণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এর দা'য় বিজেপি এড়াতে পারে না। সূত্র : সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে