শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ১০:১৩:৪৭

এবার দিল্লীতে 'করোনা'র থাবা, একদিনে হাসপাতলে ৬ রোগী: দুশ্চি'ন্তায় ভারত সরকার

এবার দিল্লীতে 'করোনা'র থাবা, একদিনে হাসপাতলে ৬ রোগী: দুশ্চি'ন্তায় ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার এবার রাজধানী দিল্লীর বুকে থাবা বসালো করোনা ভাই'রাস। আজ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতলে করোনা ভাই'রাসের লক্ষণ নিয়ে ভর্তি হলেন ৬ জন রোগী। ওই ৬ জনকে হাসপাতলের আলাদা ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এখনো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়নি, হাসপাতাল সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজে জানিয়েছেন যে ৫ জন রোগী নিজে থেকে এসে তাদের জ্ব'র শ্বা'সপ্র'শাসে সম'স্যার কথা কথা জানিয়েছিল এই রোগী/রোগিনীরা সবাই চীন ফেরত।

এদিকে কেরালা এক চীন ফেরত শিক্ষার্থীদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। প্রথম থেকে সত'র্ক অবস্থানে ছিলো ভারত সরকার। বিমানবন্দরগুলোতে সত'র্কতা জারি করা হয়েছিল। কিন্তু তারপরও রাজধানী দিল্লীর বুকে ৬ জন করোনা আ'ক্রা'ন্ত হয়ে ভর্তি হওয়ায় রীতিমত দুশ্চিন্তায় ভারত সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে