রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৫৮:১১

এবার চীনে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, মা'রা যাচ্ছে হাজার হাজার মুরগি

এবার চীনে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, মা'রা যাচ্ছে হাজার হাজার মুরগি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুনান প্রদেশে এবার এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, মা'রা যাচ্ছে হাজার হাজার মুরগি। বেইজিং থেকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়। তারা বলেছে, দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের শাওইয়াং শহরে একটি খামারে উচ্চ মাত্রায় এই ফ্লু দেখা দিয়েছে। খামারটিতে ছিল মোট ৭৮৫০টি মোরগ-মুরগি। এর মধ্যে এই বার্ড ফ্লুতে মা'রা গেছে ৪৫০০। ফ্লুর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ বিভিন্ন খামারের ১৭ হাজার ৮২৮টি মোরগ-মুরগি মেরে ফেলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে