আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের জন্য জীবন কুরবান। প্রেমিক প্রেমিকাদের মনে এমন কথা মাঝেমধ্যেই ডাক দেয়। ভালোবাসার জোয়ারে এমন ঘটনা কমও ঘটেনি। তাই প্রেমের জন্য করোনা ভাইরাসের আ'ত'ঙ্কও যে হার মানবে, এতে আর আশ্চর্যের কী!
সেই ঘটনাকেই প্রমাণ করে প্রেমের টানে ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌরে এসে বিয়ে সারলেন এক চীনা যুবতী। ভারতীয় পাত্রর সঙ্গে ধূমধাম করে সম্পন্ন হল সেই বিয়ে। মন্দসৌরের সিদ্ধার্থ আর চীনের জি হাওয়ের প্রেমের শুরু অবশ্য সেই বছর পাঁচেক আগে। কানাডার শেরিডান কলেজে পড়তে গিয়ে আলাপ তাদের। সেখানেই শুরু মন দেওয়া নেওয়া।
দুই পরিবারই অবশ্য সেই সম্পর্কে কখনই বাধা হয়ে ওঠেনি। চীনের শিবো ওয়াং ও জিন জুয়ানের কন্যা হাওয়ের হাত ধরলেন মধ্যপ্রদেশের ভেদ মিশ্রা ও জ্যোতি নাভালের পুত্র সিদ্ধার্থ। দুই দেশের দুই পরিবার মেতে উঠলেন বিয়েতে।
কন্যার বাবা শিবো ওয়াং বলেন, 'ভারত একটা অসাধারণ দেশ। এই দেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমার মেয়ে খুব ভাল থাকবে এদেশের মানুষের সান্নিধ্যে।' আর ভিনদেশি পুত্রবধূকে পেয়ে বেজায় খুশি ভেদ মিশ্রাও। ঘরে আলো করে থাকবেন তার নতুন কন্যা, জানিয়েছেন এমনটাই। সূত্র : হিন্দুস্তান টাইমস