আন্তজাতিক ডেস্ক : করোনা ভাই'রাস আত'ঙ্কে চীন থেকে বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীরা ফিরেছে দেশে। দেশে ফিরেছে বাংলাদেশসহ আরও পড়শি দেশের পাশাপাশিই বিশ্বের নানান প্রান্তের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চাকুরিরত প্রায় প্রত্যেকেই। ব্যতি'ক্রম কেবলই পাকিস্তান।
আর এমনই সন্ধিক্ষণে বাংলাদেশ ও ভারতের ছাত্র-ছাত্রীদের দেশে ফেরা দেখে নিজ দেশের কাছে সাহায্য প্রার্থনায় কা'কু'তি মিনতি চীনের নানান প্রান্তে বসবাসরত পাকিস্তানি ছাত্র-ছাত্রীদের। এমনই এক ভিডিও ভাই'রাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক পাকিস্তানি ছাত্র দেখাচ্ছেন যে, ভারতের ছাত্র-ছাত্রীদের দেশে ফেরাতে উহান বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ বাসে করে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আর উহান বিশ্ববিদ্যালয়ের সেই পাকিস্তানি শিক্ষার্থী নিজের দেশের সরকারের বি'রু'দ্ধে ক্ষো'ভ উগড়ে দিয়ে বলছেন, 'বাংলাদেশি শিক্ষার্থীদেরও কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বাদ রয়ে গেলাম আমরা পাকিস্তানিরাই। আমরা মরে গেলেও আমাদের সরকার আমাদের ফেরাবে না। পাকিস্তানের সরকার আপনাদের ল'জ্জা হওয়া উচিত! বাংলাদেশ ও ভারতের কাছে একটু অন্তত শিক্ষা নিন।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স'ত'র্কতার তোয়াক্কা না-করে, বন্ধু দেশের প্রতি 'সংহতি' প্রদর্শনে উহানে থাকা পাক নাগরিকদের দেশে না-ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চীনের এখন কঠিন সময়। এই দুঃসময়ে উহান উজাড় করে পাক নাগরিকদের দেশে ফিরিয়ে আনা বিচক্ষণ পদক্ষেপ হবে না। যে কারণে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, উহান থেকে কাউকেই এখন দেশে ফেরানো হবে না।
চীনে করোনা ভাই'রাস মহামারীর আকার ধারণ করেছে। বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে মৃ'তের সংখ্যা ২১৩। রোজই এই সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। চীনের গ'ণ্ডিতে সীমাবদ্ধ না-থেকে মা'রণ এই ভাই'রাস অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফলে, করোনা এখন শুধুমাত্র চীনের মাথাব্যথা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা নিয়ে 'জরু'রিবস্থা' ঘোষণা করেছে। এ হেন পরি'স্থিতিতে পাকিস্তান শুধুমাত্র 'সংহতি' প্রদর্শনে, স্রোতের বিপরীতে হেঁটে এমন একটা পদক্ষেপ করেছে, তা অনেকেই মানতে নারাজ।
কেউ কেউ বলছেন, করোনা পাকিস্তানে থা'বা বসালে, তা সামাল দেওয়ার অবস্থা তাদের নেই। ফলে, এমন সং'ক'টময় পরিস্থিতিতে পাক নাগরিকদের উহান থেকে দেশে ফিরিয়ে আনা ঝুঁ'কিপূর্ণ হয়ে যাবে। সূত্রের খবর, প্রায় ৭০০ পাকিস্তানি নাগরিক চীনের উহানে আ'টকে রয়েছেন। এদের অধিকাংশই আবার শিক্ষার্থী। গোটা চীনে পাকিস্তানির সংখ্যা ৩০ হাজার। এর মধ্যে ৫ পাকিস্তানি শিক্ষার্থীর শরীরে মিলেছে মা'রণ এই ভাই'রাস। সূত্র : ইন্ডিয়া টাইমস