নিউজ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিওতে সর্বমোট ২৬ হাজার ২৪০ জন ভারতীয় কর্মরত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকের দ্বারা বাংলাদেশিদের হ'ত্যা বন্ধে বিজিবি সর্বা'ত্মক প্রচেষ্টা অব্যাহ'ত রেখেছে। সীমান্তে হ'ত্যা বন্ধে সরকারের পক্ষ থেকে কূ'টনৈ'তিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।'
আসাদুজ্জামান খান কামাল জানান, গত ২৫-৩০ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে হ'ত্যাকে শূ'ন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে একমত পোষণ করেছে বিএসএফ। আন্তঃসীমান্ত অ'পরা'ধ ও চো'রাচা'লান রো'ধে সীমান্ত এলাকা নজ'রদা'রিতে রাখার জন্য বিজিবির ইউনিটগুলো সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। এছাড়া সীমান্ত এলাকার জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।