রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৩৮:২২

হিন্দু বানানো হচ্ছে আদিবাসী মুসলমানদের, ভারতে গণবিয়ে ঘিরে উত্তে'জনা!

হিন্দু বানানো হচ্ছে আদিবাসী মুসলমানদের, ভারতে গণবিয়ে ঘিরে উত্তে'জনা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব হিন্দু পরিষদের গণবিয়ের অনুষ্ঠানকে ঘিরে উত্তে'জনা পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের মালদহ থানার আটমাইল এলাকায়। ঝাড়খন্ড দিসম পার্টির ইঁট বৃষ্টিতে আ'ক্রা'ন্ত পুলিশ কর্মী। এই গণবিবাহের প্রতিবা'দে ঝাড়খন্ড দিসম পার্টি ৩৪ জাতীয় সড়ক অবরো'ধ করে বিক্ষো'ভ করেছে। দুপক্ষের মধ্যে ইঁট বৃষ্টি হচ্ছে। চেয়ার ভাঙচুর করা হয়েছে। 

ঘটনাস্থলে মালদহ থানা থেকে ছুটে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এদিন মালদহ থানার আটমাইল এলাকায় গণবিবাহের অনুষ্ঠান করা হয়। এই গণবিবাহের অংশগ্রহণ করা বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাড়খণ্ড দিসম পার্টির অ'ভিযো'গ আদিবাসীদের চিরাচরিত প্রথা উপেক্ষা করে এই গণবিবাহ হচ্ছে যা তারা মেনে নেবে না। এই নিয়েই উত্তে'জনা।

ঝাড়খন্ড দিসম পার্টির সদস্য হাঁসদা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ বিয়ের আয়োজন করেছে। সেখানে বেশির ভাগই আদিবাসী মুসলমান। হ্যান্ডবিল ও বিজ্ঞাপন ছাপিয়ে ঘোষণা করেছে যে হিন্দুত্ব রীতি অনুযায়ী বিয়ে হবে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আদিবাসী মুসলমানদেরকে হিন্দু বানানো হচ্ছে। অর্থের লোভ দেখিয়ে এই বিয়ের আয়োজন করেছে তারা।

তিনি বলেন, এখানে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হচ্ছে। তাই আমরা প্রতিবা'দ জানাচ্ছি। আমাদের দাবি এই বিয়েটা আপাতত বন্ধ থাকুক। কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন দিয়ে বিয়ের আয়োজন করে আদিবাসী সমাজকে ও মানুষকে অপ'মান করা হচ্ছে। আমরা দেশজুড়ে এর প্রতিবা'দ জানাবো। কারণ আদিবাসীরা হিন্দু নয়। আদিবাসীরা প্রকৃতির পূজারী।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মলয় মুখার্জি বলেন, এটা ভুল ধারণা। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন ষ'ড়য'ন্ত্র হয়। আমরা যারা শহরে নিজেদেরকে গভীর হিন্দু বলে পরিচয় দিয়ে তার চেয়ে বড় হিন্দু এরা। তারা মূল ভারতীয় আদিবাসী। তারা অন্য কোনো সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায়ের। তাদেরকে ভুল বোঝানো হয়। তাদের উপাসনা পদ্ধতি একটু আলাদা হতে পারে। হিন্দুদের বিভিন্ন রীতি-নীতি আছে তাদেরটা একটু আলাদা। তার মানে এটা নয় যে তারা আমাদের সমাজের অংশ নয়। তারা সনাতন হিন্দু ধর্মের অংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে