আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভিকে অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখ'ণ্ডতা ও গণতন্ত্রের প্রতি সমর্থনের ধারাবাহিকতায় নতুন প্রধানমন্ত্রী মনোনয়নকে ইরান স্বাগত জানাচ্ছে।
নতুন প্রধানমন্ত্রী আলাভি জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন করে দেশে স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক অবস্থান জোরদার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাইয়্যেদ মুসাভি আরও বলেছেন, ইরাকের বর্তমান স্প'র্শকা'তর পরি'স্থিতিতে সং'কট সমাধানে সেদেশের সরকার ও জনগণের প্রতি সব ধরণের সহযোগিতা দিতে ইরান প্রস্তুত রয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার পর ইরান এ মন্তব্য করল। এ সম্পর্কে আলাভি বলেছেন, প্রেসিডেন্ট তাকে মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।