আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে করোনাভাইরা'স চিকিৎসায় ওষুধের সন্ধা'ন পেল থাইল্যান্ড! প্রয়ো'গের ৪৮ ঘন্টার মধ্যে সুস্থ! করোনাভাইরাস রোগীর চিকিৎসায় বিরাট সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন থাইল্যান্ডের গবেষকরা। জানা গেছে, দুটি এ'ন্টিভাইরা'ল ড্রা'গের মিশ্র'ণকে এই চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। থাই গবেষকরা জানান, এই মিশ্র'ণটি সাধারণত এইচ'আইভি আ'ক্রান্ত'দের চিকিৎসায় ব্যবহৃত হয়।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওষুধের ওই মিশ্র'ণটি যে রোগীর ওপর প্র'য়োগ করা হয়েছে তিনি 'মা'রাত্ম'ক অবস্থায়' ছিলেন। এরপর ৪৮ ঘন্টার মধ্যে তাকে রোগ-মু'ক্ত ঘোষণা করা হয়।
এ বিষয়ে ডাঃ ক্রিয়াংসাক আটিপর্নোনিচ তার মেডিকেল ব্রিফিংয়ে জানান, ওই ওষুধগুলি মূলত এই'চআইভি এবং ইন'ফ্লুয়ে'ঞ্জা চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা সফল পরীক্ষা ছিল। থাইল্যান্ডে করোনাভাইরা'সে এখন পর্যন্ত ১৯ জন আ'ক্রা'ন্ত ব্যক্তির খবর মিলেছে। ১১ রোগী এখনও হাসপাতালে রয়েছেন। বাকিরা বাড়ি ফিরে যেতে পেরেছেন।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্যমন্ত্রী অনুটিন চানভিরাকুল বলেছেন, চীনে মেডিকেল স্ক্রি'নিং পাস করার পর ৪ ফেব্রুয়ারি উহান থেকে শতাধিক লোককে দেশে ফিরিয়ে আনা হবে। এরপরে তারা থাইল্যান্ডে ফিরে এলে ১৪ দিনের জন্য তাদেরকে পৃথকভাবে পর্যবে'ক্ষণে রাখা হবে।
এদিকে চীনের বাইরে এই প্রথম ফিলিপাইনে করোনাভাইরাস রোগী মা'রা যাওয়ার খবর পাওয়া গেছে। এর এই খবরের সাথে সাথে থাইল্যান্ডে ওই ড্রা'গের সাফল্যের খবরটি এসেছে।
৪৪ বছর বয়সী করোনাভাইরাস রোগী চীন থেকে ২৪ জানুয়ারি ম্যানিলায় ফিরে আসেন। এরপর তিনি ম্যানিলায় সান লাজারো হাসপাতালে ভর্তি হন। এ সময় তিনি জ্ব'র, কাশি এবং গলা ব্য'থায় ভু'গছিলেন। এবিসি নিউজ জানিয়েছে, তার অবস্থার দ্রু'ত অব'নতি ঘটে এবং তিনি মা'রাত্ম'ক নি'উমোনি'য়ায় আ'ক্রা'ন্ত হন।
ফিলিপাইনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগী অবস্থা স্থি'তিশীল ছিল এবং উন্নতির লক্ষ'ণ দেখা গিয়েছিল। তবে তার চিকিৎসার শেষ ২৪ ঘন্টার মধ্যে দ্রুত অব'নতি ফলে মৃ'ত্যু ঘটে। সূত্র : ডেইলি মেইল