সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৮:১৬

ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতেই নাগরিকত্ব আইন : কেরালার মুখ্যমন্ত্রী

ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতেই নাগরিকত্ব আইন : কেরালার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারকে তো'প দা'গলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়ন রোববার নাগরিকত্ব সংশো'ধনী আইন নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তী'ব্র নি'ন্দা জানিয়ে বলেন, 'এই নতুন আইন কেবলমাত্র ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যকেই পরিপূর্ণ করে।'

তিনি বলেন, 'অতীতে ব্রিটিশরা ঔপনিবেশক ভারতে ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার কাজ করত। এখনও সেই ভাবেই কাজ করছে দেশের সাম্প্রদায়িক শক্তিগুলি। ব্রিটিশদের মতোই কৌশল অবলম্বন করে তারা দেশকে ভাঙার কাজ করছে।'

মুম্বাইতে চলা এনআরসি ও নাগরিকত্ব আইন বিরো'ধী বিক্ষো'ভের প্রশংসা করে তিনি বলেন, 'গত বেশ কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের নাগরিকরা আমাদের সমাজের ধর্মনিরপেক্ষ কাঠামোকে রক্ষার জন্যে যেভাবে পথে নেমেছে তা প্রশংসনীয়। ভারতে বিভে'দ সৃষ্টি করার জন্য হিন্দুত্ববা'দী উপাদানেরা যে প্রচেষ্টা চালিয়েছিল তার বিরো'ধিতা থেকে স্পষ্ট ভারত সিএএ গ্রহণ করবে না। আমি ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয় সংবিধান রক্ষায় মুম্বাই শহর জুড়ে এই সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করি।'

এরপর তিনি বলেন, 'কেরালা সরকার সংবিধান অনুযায়ী কাজ করছে। কেরলের মতো অন্যান্য রাজ্যও সংবিধানের মৌলিক ধারনার বিপ'রীত এই সিএএ-র বিরু'দ্ধে পদক্ষেপ নিয়েছে। সিএএ মৌলিক মানবাধিকার ল'ঙ্ঘ'ন করে এবং এটি বিভা'জক। তাছাড়া এই আইনটি গভীরভাবে বৈ'ষ'ম্যমূলক।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে