সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০১:৫২:৫৪

খোতবা দেয়ার সময় কালেমা পড়তে পড়তে ইমামের ই'ন্তেকাল

খোতবা দেয়ার সময় কালেমা পড়তে পড়তে ইমামের ই'ন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক : ৩১ জানুয়ারি শুক্রবার জুমআর নামাজের আগে খোতবা শুরু করেন ইমাম শায়খ আবুল আজম ত্বহা। খোতবা দেয়ার সময় খতিব আবুল আজম ত্বহা (৬৪) কালেমা পড়তে পড়তেই মিম্বার থেকে নিচে পড়ে যান এবং ই'ন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল জাজিরা আরবি গণমাধ্যমের তথ্য মতে, ‘খোতবা পড়ার সময় খতিবের মৃ'ত্যুর এ ঘটনাটি ঘটে মিসরের ওররাক রাজ্যের গিজায় অবস্থিত মসজিদ আল হাবিব-এ। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

শায়খ আবুল আজম ত্বহা প্রায় ৪০ বছর ধরে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাঈ হিসেবে দাওয়াতি কাজ করে গেছেন। তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় দাঈ হিসেবে পরিচিত ছিলেন।

তার ই'ন্তেকালের মূ'হুর্তের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই'রাল হয়ে যায়। অ'ডিওতে তাকে কালেমা পড়তে শোনা যায়। আর তারপরই উপস্থিত জনতার শোরগোল শুরু হয়ে যায়।

মুসল্লিরা জানান, খুতবা শুরু করে তিনি হামদ ও ছানার পরই কালিমা পড়া শুরু করেন এবং তার কণ্ঠ রু'দ্ধ হয়ে আসার পাশাপাশি সজিদে উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে