সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:৫৩:২৭

মেয়েকে বাঁ'চাতে উহানের রাস্তায় মায়ের অঝোরে কা'ন্না

মেয়েকে বাঁ'চাতে উহানের রাস্তায় মায়ের অঝোরে কা'ন্না

আন্তর্জাতিক ডেস্ক : মর'ণঘা'তি করোনাভাইরা'সের আত'ঙ্কে চীনে অবরু'দ্ধ হুবেই প্রদেশে প্রায় অসম্ভ'ব হয়ে পড়েছে অন্যান্য রোগের চিকিৎসা করা। গত শনিবার সকালে মেয়ের ক্যান্সা'রের চিকিৎসার জন্য উহানের রাস্তায় অঝো'রে কাঁ'দতে দেখা গেছে এক মাকে।

রয়টার্সের খবরে বলা হয়, ২৬ বছর বয়সী মেয়ে হু পিংকে নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদ'ছিলেন মা লু উয়েজিন। সে সময় হুয়ের দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি জন্য জিয়াংশি প্রদেশের জিউজিয়াং শহরের একটি হাসপাতালে যাচ্ছিলেন তারা। কিন্তু ইয়াংজে নদীর ওপর নির্মিত সেতুর চেকপয়েন্টে তাদের আ'টকে দেয় নিরাপত্তারক্ষীরা।

মা লু কা'ন্না করে নিরাপত্তারক্ষীদের কাছে বলতে থাকেন, ‘আমাকে না যেতে দিলেও মেয়েকে হুবেই ছাড়ার অনুমতি দিন। আমার মেয়েকে যেতে দিন।’‘আমি আমার মেয়ের জীবন বাঁচাতে চাই’ কাঁ'দতে কাঁ'দতে বলেন লু উয়েজিন।

মায়ের কা'ন্নায় অবশেষে হু-এর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। চেকপয়েচন্টে থার্মাল পরীক্ষার পরে হু ও তার মায়ের হুবেই ছাড়ার অনুমতি দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে