সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৩০:৪০

ওআইসির বৈঠকে ইরানিদের ভিসা না দেয়ায় সৌদির ওপর তুরস্কের ক্ষোভ প্রকাশ

ওআইসির বৈঠকে ইরানিদের ভিসা না দেয়ায় সৌদির ওপর তুরস্কের ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়ার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে অংশ নিতে ভিসা মেলেনি ইরানের। ইরানি প্রতিনিধিদের ওপর নিষে'ধা'জ্ঞা জারি করে তাদের ভিসা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। সৌদির এমন আচরণে ক্ষুব্ধ তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওআইসির সদর দফতরে ট্রাম্পের 'ডিল অব সেঞ্চুরি' প্রস্তাব নিয়ে যে বৈঠক রয়েছে, যেখানে অংশ নিতে ইরানি প্রতিনিধিদের কর্মকর্তাদের ভিসা ইস্যু করেনি সৌদি আরব। সৌদির এমন আচরণের বিষয়ে ওআইসির কাছে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুসাভি অভিযোগ করেন, সদর দফতরের নিমন্ত্রণকর্তা হিসাবে সৌদি তাদের অবস্থানের অপ'ব্যবহার করেছে। তবে ইরানের এসব অ'ভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। এদিকে গতকাল মধ্যপ্রাচ্যের দীর্ঘ দিনের ফিলিস্তিন সং'ক'ট নির'সনে যুক্তরাষ্ট্র ঘোষিত কথিত 'ডিল অব দ্য সেঞ্চুরি'র বি'রু'দ্ধে মুসলিম বিশ্বকে ক'ঠো'র অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ইরান ও তুরস্ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে