স্পোর্টস ডেস্ক : সোমবার (৩ ফেব্রুয়ারি) ২০২০ ফিফা ফুটসাল বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো দলটি।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে আর্জেন্টিনা। চিলির একমাত্র গোলটিও আসে প্রথমার্ধেই। এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছিল ভেনিজুয়েলাকে। এদিকে, প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।