মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১৩:২৫

ইসরাইলের গ্যাস পাইপলাইন বিস্ফো'রণে উড়িয়ে দিল সশ'স্ত্র গোষ্ঠী

ইসরাইলের গ্যাস পাইপলাইন বিস্ফো'রণে উড়িয়ে দিল সশ'স্ত্র গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল এবং মিশরের মধ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন বিস্ফো'রণের সাহায্যে উড়িয়ে দিয়েছে স'শ'স্ত্র গোষ্ঠী। আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, সন্ধ্যার দিকে মিশরের সিনাই উপদ্বীপের বির আল-আব্দ এলাকায় গ্যাস পাইপলাইনে প্রচ'ণ্ড বিস্ফো'রণ ঘটে।

তবে কারা এই পাইপলাইন উড়িয়ে দিয়েছে এবং হা'মলার পেছনে তাদের উদ্দেশ্য কি তা পরিষ্কার জানায় নি টেলিভিশন চ্যানেলটি। পরে ইহুদিবাদী ইসরাইল দাবি করেছে যে, পাইপলাইন সচল আছে তবে বিস্ফো'রণের ঘটনা নিয়ে এরইমধ্যে তারা তদন্ত শুরু করেছে।

গত ১৫ জানুয়ারি হতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে মিশরে গ্যাস রপ্তানি শুরু করেছে। ইহুদিবাদী ইসরাইল বলেছে, এই গ্যাস পাইপলাইন তাদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ইহুদিবাদী ইসরাইল মিশর থেকে গ্যাস আমদানি করত তবে ২০১২ সালে ইসরাইলে গ্যাস রপ্তানি ব'ন্ধ করে দেয় কায়রো। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে