আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানা থেকে বিমানে করে জ'রু'রি চিকিৎসার জন্য কয়েকজন রোগীকে জর্দানের রাজধানী আম্মানে নেয়া হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় একটি ফ্লাইটে করে এসব মা'রা'ত্মক অসু'স্থ ব্যক্তিকে সানা থেকে আম্মানে নেয়া হয়। যু'দ্ধবি'ধ্ব'স্ত ইয়েমেনে এসব ব্যক্তিকে চিকিৎসা করানো সম্ভব ছিল না।
ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির খবরে বলা হয়েছে, দেড় বছর আলোচনা শেষে ১৬ জন রোগীকে সানা থেকে জর্দানে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আলতাফ মুসানি একথা জানিয়েছেন। মা'রা'ত্মক অসু'স্থ এসব রোগীর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু যারা ক্যান্সার এবং ব্রে'ইন টিউমারের মতো মা'রা'ত্মক রোগে ভু'গছেন। এছাড়া, কয়েকজনের অ'ঙ্গ-প্রত্য'ঙ্গ প্রতিস্থাপন ও রিক'নস্ট্রা'কটিভ সার্জারি প্রয়োজন।
নরওয়ের রিফিউজি কাউন্সিল বলেছে, সানা থেকে রোগী নিয়ে প্রথমবারের মতো এই ফ্লাইটের আম্মানে যাওয়ার ঘটনা নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যায়, এমন চ'রম অসু'স্থ রোগীদের নিয়ে নিয়মিতভাবে ফ্লাইট যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। সংস্থাটি বলেছে, এ ধরনের মা'রা'ত্মক অসুস্থ রোগীদের দেশের বাইরে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার কোনো যুক্তি থাকতে পারে না।