মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৫৬:৩৪

প্রথম চিহ্নিত করা সেই চিকিৎসক নিজেই করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত!

 প্রথম চিহ্নিত করা সেই চিকিৎসক নিজেই করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরা'স সম্পর্কে প্রথম যে চিকিৎসক সতর্ক করেছিলেন, এবার তিনি নিজেই আ'ক্রা'ন্ত হয়েছেন। সবার আগে এই প্রাণঘাতী ভাইরা'সটির অস্তিত্ব টের পেয়েছিলেন ও ভ'য়াব'হতা বুঝতে পেরেছিলেন চিকিৎসক লি ওয়েনলিয়াং। এবার তিনিই আ'ক্রা'ন্ত হলেন। শনিবার ডা. লির শরীরে এই সং'ক্রমণ ধ'রা পড়লে স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে জানা গেছে, উইচ্যাটে গত বছরের ৩০ ডিসেম্বর তার মেডিকেল স্কুলের সাবেক শিক্ষার্থীদের গ্রুপে ডা. লি জানিয়েছিলেন যে, স্থানীয় একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন একটি বিশেষ ধরনের ভা'ইরা'সে আ'ক্রা'ন্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। ‘এটি অনেকটা সার্সের মতো। তিনি সেখানে ব্যাখ্যা করে নিচের বন্ধুদের সতর্ক করে বলেন যে, তার গবেষণা অনুযায়ী এটি আসলে করোনাভাইরা'স। এ জন্য বন্ধুদের সবাইকে সতর্ক থাকতেও বলেন তিনি। এগুলো সবই ছিল অনানুষ্ঠানিক কথাবার্তা।’

কিন্তু তার সেই চ্যাট গ্রুপের আলাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছ'ড়িয়ে পড়লে গুজব ছড়ানোর অভিযোগে উহান পুলিশের হাতে আ'টক হন ৩৪ বছর বয়সী এ শিক্ষক। সেই মুহূর্তে এ রোগটি সম্পর্কে তথ্য ছড়াতে চায়নি কর্তৃপক্ষ। কিন্তু দ্রু'ত গ'তিতে ছ'ড়িয়ে পড়ে করোনাভাইরা'স। রুপ নেই আধুনিক বিশ্বের নতুন ম'হামা'রীতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে