মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫০:৪১

ইমরান খানের লজ্জা হওয়া উচিত, বাংলাদেশের কাছ থেকে শিখুন : চীন থেকে পাকিস্থানি শিক্ষার্থী

ইমরান খানের লজ্জা হওয়া উচিত, বাংলাদেশের কাছ থেকে শিখুন : চীন থেকে পাকিস্থানি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক : মহা'মারীর আ'শ'ঙ্কায় যখন বেশ কয়েকটি দেশ চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে, তখন উহানে আ'টকে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে না বলে জানিয়েছে পাকিস্তান। ইমরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার বলেন, আমাদের প্রিয়জনদের স্বার্থেই তাদের উহানে থাকতে হচ্ছে। পাকিস্তানের এমন সিদ্ধান্তে হত'বাক হয়েছেন দেশটিতে আটকে পড়া পাক নাগরিকরা।

ইমরান সরকারের এমন সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন দেশে অবস্থানরত তাদের স্বজনরাও। এদিকে বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পাক সরকারের নিন্দা জানিয়েছেন আটকে পড়াদের কেউ কেউ। ভারত ও বাংলাদেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার ভিডিও পোস্ট করে অনেকেই সোশ্যাল মিডিয়া লিখেছেন– ইমরান খানের লজ্জা হওয়া উচিত। বাংলাদেশ, ভারত থেকে ইমরান খানের দায়িত্ববোধ শেখা উচিত বলেও মন্তব্য করেছেন তারা।

উল্লেখ্য, গত শনিবার উহান থেকে চীনে আ'টকে পড়া ৩১৬ বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়। পর দিন সকালে মালদ্বীপের সাত বাসিন্দাসহ ৩২৩ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনে মোদি সরকার। প্রতিবেশী দেশগুলোর এই কার্যক্রম দেখে আশায় বুক বেঁধেছিলেন উহানে আ'টকে পড়া পাক নাগরিকরাও। কিন্তু চীনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত নাঘমানা হাসমি জানিয়ে দেন, তাদের পক্ষে চীনে আ'টকে পড়া নাগরিকদের পাকিস্তানে নিয়ে যাওয়া সম্ভব নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে