মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ১১:২৪:৩৬

সাহায্যের জন্য আকুল আবেদন চীনের

সাহায্যের জন্য আকুল আবেদন চীনের

আন্তর্জাতিক ডেস্ক : চীনজুড়ে মহামা'রি আকার ধারণ করা করোনাভাইরা'সে বাড়ছে মৃ'ত্যুর সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরা'সে মৃ'তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৫ জন। ২০০৩ সালের সার্স মহামারির চেয়ে করোনাভাইরা'স গু'রুতর আকা'র ধা'রণ করায় পরিস্থিতি সামলাতে দেশটির সরকার জরুরিভিত্তিতে মেডিকেল সরঞ্জাম এবং সার্জিক্যাল মাস্ক প্রয়োজন বলে জানিয়েছে। আর এ জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।

বিশ্বের অন্তত ২৪টি দেশে ছড়িয়েছে প্রাণঘা'তী করোনাভাইরা'স। পরি'স্থিতি ভ'য়াব'হ আ'কার ধারণ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য সংকটে জরুরি অবস্থা জারির পর বিশ্বের অনেক দেশ চীন থেকে আসা মানুষদের প্রবেশে নজিরবিহী'ন ভ্রম'ণ নিষেধা'জ্ঞা জা'রি করেছে। চীনের বাইরে রবিবার করোনাভাইরা'সে আ'ক্রান্ত' প্রথম একজনের প্রাণহা'নি ঘটেছে ফিলিপাইনে।

এ ব্যাপারে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, এই মুহূর্তে চীনের জন্য জরুরিভিত্তিতে মেডিকেল মাস্ক, সুরক্ষা স্যুটস এবং চিকিৎসকদের নিরাপত্তা চশমা দরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে