আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরা'স ছ'ড়িয়ে পড়া ঠে'কাতে তিন হাজার সাতশ ১১ জনসহ যাত্রীবাহী যে জাহাজ সমুদ্রে আলাদা করে রেখেছে জাপান। জানা গেছে, জাহাজের অন্তত দু'শ ৭৩ জনকে পরীক্ষা করে ১০ জনকে করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
সমুদ্রে বিচ্ছিন্ন করে রাখা সেই জাহাজে দুই হাজার ছয়শ ৬৬ জন যাত্রী এবং এক হাজার ৪৫ জন ক্রু রয়েছেন। আ'ক্রা'ন্ত ১০ জনকে জাপানের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবু কাটো জানান, এর আগে সেই জাহাজের একজন যাত্রী করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার সঙ্গে যারা দেখা করেছিলেন এবং একটু অস্বস্তিতে রয়েছেন, এরকম ২৭৩ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জন করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
তিনি আরো বলেছেন, সেই ১০ জনের মধ্যে তিনজন জাপানের নাগরিক। ওই ১০ জনকেই উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে সেই জাহাজের অন্যদের পরীক্ষা করা হবে কি না- তা এখনো জানা যায়নি। তবে গতকাল থেকে জানা যাচ্ছিল, সবাইকে পরীক্ষার পরই সেই জাহাজ থেকে যেতে দেওয়া হবে।
যদিও জাপান সরকার বলছে, সেই জাহাজে অন্তত ১৪ দিন যাত্রীদের পর্যবেক্ষণে রাখা হবে। কারণ, করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হলে ১৪ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পায়। আর এ ঘটনায় জাপানে এখন পর্যন্ত ৩৩ জন করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হিসেবে চিহ্নিত হলেন।
জাহাজে থাকা প্রত্যেক যাত্রী বর্তমানে আ'ত'ঙ্কে আছেন। তাদের প্রত্যাশা, যেন শিগগিরই পরীক্ষা করে দেখা হয়, তারাও আ'ক্রা'ন্ত কিনা। তবে পরীক্ষা-নিরীক্ষার বদলে ১৪ দিন অপেক্ষার কথা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে যাত্রীদের অপেক্ষা করার বিকল্প নেই।