বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:১২:৩১

বাংলাদেশ বিরো'ধী পোস্টারে ছেয়ে গেছে মুম্বাইয়ের অলিগলি

বাংলাদেশ বিরো'ধী পোস্টারে ছেয়ে গেছে মুম্বাইয়ের অলিগলি

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ বিরোধী পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের অলিগলি। মহারাষ্ট্রের রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পক্ষ থেকে এসব পোস্টার ছাপানো হয়েছে। পোস্টারে দলটির নতুন পতাকায় দলের প্রধান রাজ ঠাকরে ও তার ছেলে অমিত ঠাকরের ছবি রয়েছে।

ওই সব পোস্টারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা এখনই ভারত ছাড়ুন, না হলে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে’ সবাইকে মুম্বাই থেকে তা'ড়ানো হবে। সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে চলমান উত্তে'জনার মধ্যেই এমন পোস্টার সাঁটায় দেশটির রাজনৈতিক মহলসহ সাধারণ নাগরিকদের মধ্যে উত্তে'জনা চলছে। 

মুম্বাই শহরের প্রধান সব স্থানসহ একাধিক স্থানে বাংলাদেশ বিরো'ধী পোস্টারটি দেখা গেছে। পোস্টারের ছবিটি ফেব্রুয়ারির ৩ তারিখ নেয়া হয়েছে। গত ডিসেম্বরে ভারতে আইন হিসেবে সিএএ পাস হয়। আইনটি মুসলিমবিদ্বে'ষী বলে আখ্যা দিয়ে ভারতজুড়ে আন্দোলন শুরু হয়। বিক্ষো'ভকে তোয়াক্কা না করে জানুয়ারির ১০ তারিখ থেকে এই আইন ভারতে প্রয়োগ হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে