রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২৫:২৩

শপিংমলে ঢুকে সাধারণ জনতার ওপর সেনা অফিসারের এলো'পাথাড়ি গু'লি, নিহ'ত ২০

শপিংমলে ঢুকে সাধারণ জনতার ওপর সেনা অফিসারের এলো'পাথাড়ি গু'লি, নিহ'ত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মেশিন গান থেকে ছু'টলো একের পর এক গু'লি। আর তাতেই মৃ'ত্যু সাধারণ নির'পরা'ধ মানুষের। আহ'তও হয়েছেন অনেকে। এক সেনা অফিসার এই কাজ করেছেন। সেই ভিডিও পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। থাইল্যান্ডের কোরাট শহরের ঘটনা। এলো'পাথাড়ি গু'লিতে এখনও পর্যন্ত ২০ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে। প্রথমে ওই সেনা ক্যাম্পে তার কমা'ন্ডারের দিকে তা'ক করে গু'লি করেন। পরে আরও দুই সহকর্মীর উপর গু'লি চালান তিনি। পরে তিনি মুনাং জেলার একটি শপিং মলে প্রবেশ করে তা'ণ্ড'ব চালান। নিজের মোবাইলে সেলফি মোড অন করে ফেসবুক লাইভ করেন তিনি। 

তবে এই লাইভের কিছুক্ষণ পরই তার মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক ব'ন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত কতজন আহ'ত হয়েছেন তার হিসাব পাওয়া যায়নি। এএফপি সূত্রে জানা গিয়েছে, ওই ব'ন্দু'কধারী একটি মে'শিনগা'ন ব্যবহার করে নির্দো'ষ ব্যক্তিদের গু'লি করেন। ওই এলাকাটি এখন পুলিশ ঘিরে রেখেছে।
 
শপিং সেন্টারটি চারিদিক থেকে কর্তৃপক্ষ ঘে'রাও করে রেখেছে। ওই এলাকার আশেপাশের মানুষকে পুলিশ স'ত'র্ক করে বলেছে যেন তারা ঘরের ভেতরে থাকে। জানা গিয়েছে, ওই ঘা'ত'ক অফিসার প্রথমে তার কমা'ন্ডিং অফিসারের ওপর হা'ম'লা চালিয়ে সাম'রিক ক্যাম্প থেকে ব'ন্দুক ও বিস্ফো'রক চু'রি করে। 

এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলো'পাথা'ড়ি গু'লি চালান। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে, সন্দে'হভাজন ব্য'ক্তি জিপের মতো একটি গাড়ি থেকে মুয়াং জেলার টার্মিনাল ২১ শপিং সেন্টারের সামনে নামছেন এবং এলো'পাথা'ড়ি গু'লি চালাচ্ছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে