আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে সামরিক পোশাক পরিহিত ব্যক্তিরা হা'মলা চালিয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এই হা'মলায় বহু মার্কিন সেনা হ'তাহ'ত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট এই তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন সেনা মুখপাত্র জানান, নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গু'লিব'র্ষ'ণের শি'কার হয়। তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।
এদিকে, আফগান গণমাধ্যম জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী এক বা একাধিক আফগান সেনা এই হা'মলা চালিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রদেশের শিরজাদ জেলা ভবনের মধ্যে এ সংঘ'র্ষ হয়। কর্মকর্তারা এখন এ বিষয়টি তদন্ত করে দেখছেন যে, হা'ম'লাকারীরা আফগান সৈন্য ছিল নাকি আফগান সামরিক পোশাক পরে বহিরাগত কেউ গু'লিব'র্ষণ করেছে।
নানগারহার প্রদেশের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মোবারেজ খাদেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে সংঘ'র্ষ হয়েছে এবং বহু মানুষের নিহ'ত হওয়ার আশ'ঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কয়েকটি হেলিকপ্টারে করে জেলা ভবন থেকে হ'তাহ'তদের নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি নিহ'ত বা আহ'তদের সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন।
অজ্ঞাত দুই আফগান কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল সন্ধ্যার ওই ঘটনায় পাঁচ থেকে ছয় মার্কিন সেনা ও ছয়জন আফগান সৈন্য নিহ'ত হয়েছে।