আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস। প্রাণঘা'তি এই ভাইরাস কেবল চীনেই নয়, বিশ্বজুড়ে আত'ঙ্ক ছ'ড়াচ্ছে। চীনে না গেলেও আক্রা'ন্ত হতে পারেন করোনাভাইরাসে ৷ করোনাভাইরাস সং'ক্র'মণে আক্রা'ন্ত কেবল চীনের বসবাসকারী ও সদ্য চীন থেকে আসা ব্যক্তিরাই নয়, যে কোনও ব্যক্তিই এই মা'রণ ভাইরাসের শি'কার হতে পারেন ৷ চাঞ্চ'ল্যকর তথ্য সামনে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস।
তিনি টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস বলেন, এমন কিছু আক্রা'ন্ত ব্যক্তির খোঁ'জ পাওয়া গেছে যাঁরা কখনও চীনে যাননি ৷ এই খবর মোটেও ভালো নয় ৷ এই সংখ্যাটা অল্প ৷ তবে এই খবর সারা বিশ্বে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ার ইঙ্গি'ত হতে পারে ৷ এক কথায় বলতে গেলে, আমরা হয়ত হিমশৈলের কেবল চূ'ড়াটিই দেখতে পাচ্ছি ৷ এর বিস্তার কতদূর, তা এখনও অজা'না ৷ এই পরিস্থি'তিতে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তু'ত থাকা উচিত ৷ করোনাভাইরাসের মো'কাবি'লায় ও দ্রু'ত পরীক্ষার জন্য ল্যাবগুলিকে প্রস্তু'ত রাখা দরকার ৷ এছাড়া আক্রা'ন্তের সং'স্প'র্শে কেউ এসেছে কি-না তার জন্য কন্টা'ক্ট ট্রে'সিং ও চিকিৎসার অন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখা দরকার।
তিনি বলেন, চীনের বাইরে করোনাভাইরাসের গ'তি হ্রা'স পেলেও তা পরবর্তী সময়ে বৃদ্ধি পেতে পারে ৷ এই ভাইরাসকে রো'ধ করাই আমাদের প্রধান লক্ষ্য ৷ তবে এর গ'তিবি'ধি অনি'শ্চিত হওয়ায় প্রতিটি দেশেরই উচিত সং'ক্র'মণ রোধে নিজস্ব পরিকল্পনা গ্রহণ ও তা কার্যকর করা ৷
২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে করোনাভাইরাসের উৎ'পত্তি হয়েছিল, সেখানে যেসব চিকিৎসকরা জীবনের ঝুঁ'কি নিয়ে আক্রা'ন্তদের চিকিৎসা করছে, তাদের 'ট্রু হিরো'র অ্যাখ্যা দিয়েছেন টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস ৷
চীনে করোনাভাইরাসে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০। আক্রা'ন্তের সংখ্যা ৪০ হাজার অতিক্র'ম করেছে ৷ রবিবার পর্যন্ত হংকংয়ে ৩৬ জন করোনা আক্রা'ন্তের খোঁ'জ মিলেছে, যার মধ্যে একজন মা'রাও গেছেন ৷ অন্যদিকে ম্যাকাওতে ১০টি ও তাইওয়ানে ১৮টি করোনা সং'ক্রম'ণের নি'শ্চিত কে'সের ঘ'টনা সামনে এসেছে ৷ কেরালাতেও আক্রা'ন্ত হয়েছেন তিনজন ৷ চীনের বাইরে ৩০টি জায়গায় মোট ৩৫০টি করোনা সং'ক্রম'ণের তথ্য সামনে এসেছে ৷ সূত্র : ইটিভি ভারত