মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:২৬:০১

এবার ভারতের দিকে ধে'য়ে আসছে ভয়ঙ্কর পঙ্গপাল!

এবার ভারতের দিকে ধে'য়ে আসছে ভয়ঙ্কর পঙ্গপাল!

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের দিকে ধে'য়ে আসছে ভয়ঙ্কর পঙ্গপাল! চলতি বছরের মে মাস থেকে পঙ্গপালের আ'ক্রম'ণের ঝুঁ'কিতে পরতে যাচ্ছে ভারত। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এ বিষয়ক সতর্কতা জারি করেছে।

দুই দফায় দেশটির ওপর পঙ্গপাল আ'ক্র'মণ করতে পারে বলে সতর্কতায় বলা হয়েছে। যদিও নয়াদিল্লির শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত প্রস্তুত।

ফাও’র পঙ্গপালবিষয়ক জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা কেইথ ক্রেসম্যান সংবাদমাধ্যমকে বলেন, এ বছর দুই দফায় পঙ্গপালের আ'ক্রম'ণের ঝুঁ'কি তৈরি হয়েছে। এই পঙ্গপাল তেড়ে আসবে ই’রান ও হর্ন অব আফ্রিকা (জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া) অঞ্চলের মরুভূমি থেকে।

পঙ্গপালের আ'ক্রম'ণে জন-জীবন যেমন বিপর্যস্ত হয়, তেমনি ব্যাপক ক্ষ'তির মুখে পড়ে ফসল। ঝাঁকে ঝাঁকে আসা পঙ্গপাল নষ্ট করে ফেলে জমি বা বাগানের ফসল। এতে খাদ্যশস্য বিনষ্ট হয়ে যায়।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পঙ্গপাল উৎপাতের মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। এতে আফ্রিকাসহ বিশ্বের লাখ লাখ মানুষকে খাদ্যাভাবে ফেলে দিতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে