মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৩৮:১০

প্রতি শনিবার রাতে মৃ'ত স্বামীর সঙ্গে স'ঙ্গমে লিপ্ত হই : নারীর মন্তব্যে শো'রগো'ল

প্রতি শনিবার রাতে মৃ'ত স্বামীর সঙ্গে স'ঙ্গমে লিপ্ত হই : নারীর মন্তব্যে শো'রগো'ল

আন্তর্জাতিক ডেস্ক : সময় হিসাব করলে ঘটনাটি প্রায় দু'বছর আগে। তবে এমন ঘটনা, যা বার বার নাড়া দেয়, বার বার ফিরে আসে ইন্টারনেটে। ভাবছেন কী এমন খবর? ২ বছর আগে প্রকাশ্যে লন্ডনের এক মহিলা জানান, তার স্বামীর মৃ'ত্যু হওয়ার পর স্বামীর সঙ্গেই যৌ'ন স'ঙ্গ'মে লিপ্ত হন তিনি! প্রাথমিকভাবে অনেকেই মহিলার সেই কথাকে পাত্তা দেননি। 

অনেকে তো মহিলাকে মান'সিক দিক থেকে অসুস্থ বলেও জানিয়েছেন। তবে মহিলা কিন্তু তার কথা থেকে একেবারেই নড়েননি চড়েননি। বরং বার বার নানা তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছেন! মহিলা বলেন, 'আমার স্বামীর মৃ'ত্যু হয়েছে ৩ বছর আগে। স্বামীর মৃত্যুর পর থেকেই মান'সিক দিক থেকে মা'রাত্ম'কভাবে ভেঙে পড়েছিলাম আমি। কিছুই ভালো লাগত না। ঘরের মধ্যে নিজেকে ব'ন্দি করে রেখেছিলাম। তারপর হঠাত্‍ একদিন মাঝরাতে আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটল, যা আমাকের ফের চনমনে করে তুলল'!

মহিলা এক বিদেশি ম্যাগাজিনকে এসব বলতে গিয়ে, আরও জানালেন, 'প্রত্যেক শনিবার রাতে আমার স্বামীর আ'ত্মা হা'জির হয় আমার বেডরুমে। আমার স্ত'নযুগলে হাত রাখে, আমাকে চুমু খায়। তারপর আ'ম'রা উদ্দ্য'ম যৌ'নতায় লি'প্ত হই।' এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই চারিদিকে শো'রগো'ল পড়ে যায়। চিকিত্‍সকদের কথায়, গভীর মান'সিক চাপ থেকেই এই ধরনের অলীক স্বপ্নকে তিনি বাস্তব মনে করছেন! সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে