আন্তর্জাতিক ডেস্ক : ক্রমেই ভ'য়াব'হ হয়ে উঠছে প্রা'ণঘা'তী করোনাভাইরা'স। যতই দিন যাচ্ছে মৃ'তের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরা'সে। এরই মধ্যে এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে মৃ'তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
এদিকে, জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। বুধবার এমনটি জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ব্যাপারে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানান , নতুন করে ৩৯ জন আ'ক্রা'ন্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন নাবিক এবং ১০ জন জাপানি নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের। এদের মধ্যে ৪ জনের অবস্থা আ'শঙ্কা'জনক। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে। সূত্র: রয়টার্স