বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:২৩:০০

দেওব'ন্দ মাদরাসা স’ন্ত্রা'সবা'দের আ'তুরঘর: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

দেওব'ন্দ মাদরাসা স’ন্ত্রা'সবা'দের আ'তুরঘর: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে পরিচিত দেওব'ন্দ। তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে স’ন্ত্রা'সবা’দের আ'তুর ঘর বলে বর্ণনা করেছেন ভারতের কেন্দ্রীয় পশুপালন ও মৎস দপ্তরের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার দেওব'ন্দে একটি সভায় তিনি এই মন্ত'ব্য করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর এমন ম'ন্ত'ব্যের নি'ন্দা করছেন দেওবন্দ দারুল উলুমের সাবেক ছাত্র থেকে বু'দ্ধিজীবি।

এ প্রসঙ্গে পশ্চিম বঙ্গের মন্ত্রী গিরিরাজ সিংয়ের ম'ন্তব্যের প্র'তিক্রি'য়ায় বলছিলেন, ‘দেওব'ন্দকে যদি স’ন্ত্রাসবা’দী বলা হয়, আমি বলব মোদির বন্ধু, সৌদি আরবের রাজা সালমান, সেখানকার ইমামদেরকে একথাটা গিয়ে বলুন না একবার। সেখানকার ইমামরা যা শিক্ষা দেন, দেওব'ন্দও সেই শিক্ষা দেয়। তাহলে সৌদির ইমামরাও স’ন্ত্রা'সবা’দী! বুকের পা'টা থাকলে একবার সৌদি আরবে গিয়ে বা মক্কা শরিফে গিয়ে বলুন না এই কথাটা!’

সিদ্দিকুল্লা চৌধুরী মনে করিয়ে দিলেন, যে প্রতিষ্ঠানকে স’ন্ত্রাসবা’দের উৎস বলা হচ্ছে, সেখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন- কারণ দারুল উলুমের তৎকালীন প্রধান সাইফুল ইসলাম হুসেইন আহমেদ মাদানী রাজে'ন্দ্র প্রসাদের সঙ্গে একই জেলে ব'ন্দী ছিলেন স্বাধীনতা আ'ন্দো'লনে অংশ নিতে গিয়ে।
মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে সুভাষ চন্দ্র বসু- সকলের সঙ্গেই দেওব'ন্দের সখ্যতা সুবিদিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে