শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৪৮:১২

‘ভ্যালেন্টাইন’স ডে পালন না করে আজ 'সিস্টার ডে' পালন করছে পাকিস্তান!

‘ভ্যালেন্টাইন’স ডে পালন না করে আজ 'সিস্টার ডে' পালন করছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভ্যালেন্টাইন’স ডে পালন না করে আজ 'সিস্টার ডে' পালন করছে পাকিস্তান!। উপাচার্য জাফর ইকবাল এ ঘোষণা দিয়েছেন। এদিন নারী শিক্ষার্থীদের হিজাব বা আবায়া উপহার দেয়া যাবে। তিনি দাবি করেছেন- এ উদ্যোগ পাকিস্তানের সংস্কৃতি ও ইসলামের রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডন

১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও উপহার দেয়া হয়ে থাকে।

উপাচার্য বলেন, বোন দিবস উদযাপনটির সফলতার বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে অনেক মুসলমান ভ্যালেন্টাইন’স ডে কে হুম'কি মনে করেন। যেখানে হু'মকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সেটিকে সুযোগে বদলে দেয়া। আমাদের কাছে নারীর মর্যাদা অনেক। এখন নারীদের ক্ষমতায়নে পশ্চিমাদের চিন্তাধারাকে ঊর্ধ্বে তুলে ধরা হচ্ছে। কিন্তু লিঙ্গ ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে বিভাজন সবচেয়ে ভালোভাবে রয়েছে আমাদের ধর্ম ও সংস্কৃতি।

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে একটি বিতর্কিত বিষয়। কিছু মানুষ দিবসটি পালন করলেও বেশিরভাগই দিনটি পালনের বিরু'দ্ধে প্র'তিবাদ করে আসছেন। ২০১৭ সালে উন্মুক্ত স্থান ও সরকারি অফিসে দিবসটি উদযাপন নি'ষিদ্ধ করে আ'দেশ জারি করে ইসলামাবাদ হাইকোর্ট। ওই বছর ১৩ ফেব্রুয়ারি আদালতের এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে