শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৩৭:২৪

করোনা আত'ঙ্কে মা'স্ক স'ঙ্ক'ট, সিঙ্গাপুরে বা'ড়ছে কন'ডমের ব্যবহার!

করোনা আত'ঙ্কে মা'স্ক স'ঙ্ক'ট, সিঙ্গাপুরে বা'ড়ছে কন'ডমের ব্যবহার!

আন্তর্জাতিক ডেস্ক : প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসে আ'ত'ঙ্কি'ত চীনসহ পুরো বিশ্ব। এ আ'ত'ঙ্ক ছ'ড়িয়ে পড়েছে সিঙ্গাপুরও। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও আটজন করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে করোনা আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন। 

এদিকে, করোনা ভাই'রাস থেকে বাঁ'চতে নিজেদের মতো করে বিভিন্ন সুর'ক্ষামূলক ব্যবস্থা নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। সম্প্রতি সেখানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কন'ডম। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম টুডে অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাই'রাসে হাত থেকে নিজেদের বাঁ'চাতে কন'ডম ব্যবহার করছেন সিঙ্গাপুরবাসীরা। পাবলিক প্লে'সে সং'ক্র'মণ ঠে'কাতে ব্যবহৃত হচ্ছে কন'ডম। যেমন, লিফটের মতো জায়গায় কন'ডম ব্যবহার করছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ছ'ড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আঙুলে কন'ডম পরে লিফটের বোতাম টি'পছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা ভাই'রাস থেকে বাঁ'চতে মা'স্ক বা অন্যান্য সর'ঞ্জা'মে টা'ন পড়তে শুরু করেছে সিঙ্গাপুরে। যতটা চাহিদা তার থেকে অনেক কম সরবরাহ হচ্ছে এসব সর'ঞ্জা'ম। ফলে নিজেদের মতো করেই ভাই'রাসের ছোঁ'য়া এড়ি'য়ে চলার চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষ। আর এই কারণেই সিঙ্গাপুরে কন'ডমের বিক্রি বেড়ে গেছে। দোকানগুলোতে স্ট'ক প্রায় শেষের মুখে।

জানা গেছে, মূলত কন'ডম বিক্রি শুরু হয়েছে একটি ফান থেকে। আর ম'জাটি করে কনড'ম ব্র্যান্ড ডুরে'ক্সে'র সিঙ্গাপুর শাখা। তারা ম'জা করে বলে, নভেল করোনা ভাই'রাসের জীবা'ণু থেকে বাঁ'চতে লিফটে আমাদের প্রোডাক্টকে 'ফি'ঙ্গার গ্লো'ভস' হিসেবে ব্যবহার করতে পারেন। এই কৌতু'ককেই সি'রিয়া'সলি নিয়েছেন অনেকে। এমনকি লিফটে বাটন প্রে'স করতে আঙুলে কন'ডম পরতে দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে