শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৫৩:২৬

ভ্যালেন্টাইনে প্রেমিকার মাকে ভালোবাসার 'পরীক্ষা' দিলেন প্রেমিক!

ভ্যালেন্টাইনে প্রেমিকার মাকে ভালোবাসার 'পরীক্ষা' দিলেন প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক: ভালোবাসা দিবসে ভালোবাসার পরীক্ষা! মেয়ের প্রেমিকের মু'খে জো'রপূর্ব'ক বি'ষ ঢা'ললো প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। চা'ঞ্চ'ল্যক'র এই ঘট'নাটি ঘ'টেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মোহাম্মদপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃ'ত্যুর সঙ্গে পা'ঞ্জা ল'ড়ছে প্রেমিক রতন মান্না। 

অভি'যোগ, মেয়ের ভালোবাসার পাত্রকে মে'নে নিতে পারেনি পরিবার। আর সেই কারণেই এমন কা'ণ্ড! এই ঘটনায় ৪ জনকে গ্রে'ফতার করেছে পুলিশ। অভি'যোগ, আগে বাড়িতে এসে রতন ও তার দাদাকে বে'ধ'ড়ক মা'রধ'র করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁ'শি'য়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অ'স্বী'কার করেন। 

তিনি পা'ল্টা বলতে থাকেন, "আমাকে ছে'ড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছা'ড়া বাঁ'চতে পারব না।" অভি'যোগ, প্রেমিক রতনের মুখে এমন কথা শোনার পরই তার হাতে বি'ষের পাত্র তু'লে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জো'র করে তাকে সেই বি'ষ খেতে বা'ধ্য করেন। অভি'যোগ, মেয়ের মা বলতে থাকেন, "তাহলে বি'ষ খেয়ে ম'র।" এই ঘট'নায় ব্যা'পক চা'ঞ্চ'ল্য ছ'ড়ায় এলাকায়।

খবর পেয়ে ছু'টে আসে ক্ষু'ব্ধ গ্রামবাসী। অ'ভিযু'ক্ত প্রেমিকার পরিবারকে মা'রধ'র করেন তারা। মা'রধ'রের পর পুলিশের হাতে তু'লে দেয়। এই ঘটনায় প্রেমিকার বাড়ির ৪ জনকে গ্রেফ'তার করেছে ভগবানপুর থানার পুলিশ। অন্যদিকে গু'রু'তর অবস্থায় প্রেমিক রতন মান্নাকে তমলুকের একটি না'র্সিংহোমে চিকিৎ'সা'ধীন রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে