শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০২:২৯:৩৪

সৌদি আরবে প্রথমবারের মত 'হালাল' ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস

সৌদি আরবে প্রথমবারের মত 'হালাল' ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মত সৌদি আরবে 'হালাল' ভাবে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। এর আগে কোনো রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান ভালবাসা দিবস উপলক্ষে কোনো আয়োজন করলে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করতো। কেননা এই দিবসটিকে হারাম হিসেবে দেখা হত।

দেশটিতে ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের আবির্ভা'বের পর থেকেই নানা সং'স্কার এসেছে। তারই ধারাবা'হিকতায় এবার ইতিহাসের প্রথমবারের মত সৌদিতে বিশ্ব ভালবাসা দিবস পালিত হল।

ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে দেশটতে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক, ফুলের দোকানে নানা আয়োজন করা হয়েছে। যুগলেরা তাদের পছন্দের মানুষটিকে নিয়ে ফুল ও উপহার দিয়ে এবারের ভালবাসা দিবস পালন করেছে। বিভিন্ন দোকানে চকলেট, টেডি বি'য়ার, বাহারি উপহার, নানান ফুল বিক্রি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে