শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:১৯:০৪

প্রবল শক্তিতে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ''সাইক্লোন বো'মা''

প্রবল শক্তিতে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ''সাইক্লোন বো'মা''

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিকের ভ'য়'ঙ্ক'র ঝড় হিসেবে যুক্তরাজ্যের দিকে প্র'ব'ল গতিতে এগিয়ে আসছে 'ঘূর্ণিঝড় ডেনিস'। দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চল করে বো'মা ঘূ'র্ণির রূপ নিয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন প্রান্তে অপ্রত্যাশিত বন্যা ও মানুষের প্রা'ণহা'নির ঝুঁ'কি তৈরি হয়েছে।

ভ'য়'ঙ্ক'র এই ঝড়ের তা'ণ্ডবের শ'ঙ্কায় বাজেট এয়ারলাইন ইজিজেট যুক্তরাজ্যে তাদের ২৩৪টি ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ বা'তিল করেছে। এতে ৪০ হাজারের বেশি যাত্রী স'মস্যার মুখে পড়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ঘণ্টায় ৭০ মাইলের বেশি শ'ক্তি নিয়ে প্র'ব'ল বাতাসের সঙ্গে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে স'ত'র্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে ঘূ'র্ণিঝ'ড় ডেনিস আ'ঘা'ত হা'নতে পারে। আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় ডেনিস বো'মা সাই'ক্লোনে রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ঝড়ের কারণে বাতাসের চাপ কমে গেছে ২৪ মিলিবার। এই ঝড়ের তা'ণ্ডবের আ'শ'ঙ্কায় ইজিজেটের পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ-সহ বেশ কিছু বিমান সংস্থা যুক্তরাজ্যে বিমানের চলাচল স্থ'গিত করেছে। ডেইলি মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে